জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?
A
Generalised System of Preference
B
Global System of Positioning
C
Global Strategic Partnership
D
Government Support Program
উত্তরের বিবরণ
Generalized System of Preferences (GSP) হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশসমূহের প্রদত্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা, যার মাধ্যমে নির্দিষ্ট পণ্যে শুল্কমুক্ত বা শুল্ক হ্রাসকৃত প্রবেশাধিকার দেওয়া হয়।
এই সুবিধা আন্তর্জাতিক বাণিজ্যে উন্নয়নশীল দেশগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে সাহায্য করে।
তথ্যগুলো নিম্নরূপ:
-
GSP শব্দের পূর্ণরূপ Generalized System of Preferences।
-
এটি মূলত যুক্তরাষ্ট্রের নেওয়া একটি উদ্যোগ, যা পরবর্তীতে অন্যান্য উন্নত দেশ গ্রহণ করে।
-
ইউরোপীয় ইউনিয়ন প্রথম এই সুবিধা কার্যকর করে।
-
বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
-
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম GSP সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
-
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের GSP সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।
-
যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এই সুবিধা পাবে ২০২৭ সাল পর্যন্ত।

0
Updated: 19 hours ago