সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?
A
Parliament
B
National Parliament
C
Legislatur
D
The House of the Nation
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম “The House of the Nation”। সংবিধানের পঞ্চম ভাগে আইনসভার উল্লেখ আছে এবং ৬৫ নং অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
জাতীয় সংসদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এককক্ষবিশিষ্ট আইনসভা।
-
সংবিধানের বিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা এই সংসদের হাতে ন্যস্ত।
-
দেশজুড়ে ৩০০টি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের মাধ্যমে সংসদ গঠিত হয়।
-
সংবিধানের ১৫তম সংশোধনী (২০১১) অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ নির্ধারণ করা হয়েছে।
-
মোট আসন সংখ্যা ৩৫০টি (৩০০ সাধারণ + ৫০ সংরক্ষিত মহিলা আসন)।
-
জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
-
৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়।
-
সংসদ পরিচালনার জন্য কোরাম থাকা বাধ্যতামূলক।
-
কোরামের জন্য অন্তত ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
-
৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার অধিবেশন স্থগিত করেন।

0
Updated: 18 hours ago
জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত হন কোন পদ্ধতিতে?
Created: 1 month ago
A
স্পিকারের মাধ্যমে
B
প্রত্যক্ষ নির্বাচনে
C
পরোক্ষ নির্বাচনে
D
বিচারপতির মাধ্যমে
সংরক্ষিত সংসদীয় আসন
-
বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০টি আসন নিয়ে গঠিত।
-
এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
-
মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন ৫০টি।
উল্লেখ্য:
-
সংরক্ষিত নারী আসনের সাংসদ নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করা সাংসদদের ভোটের মাধ্যমে।
-
অর্থাৎ, সংরক্ষিত আসনের নারী সদস্যগণ পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদ কতো কক্ষবিশিষ্ট?
Created: 3 weeks ago
A
দুই কক্ষবিশিষ্ট
B
তিন কক্ষবিশিষ্ট
C
এক কক্ষবিশিষ্ট
D
চার কক্ষবিশিষ্ট
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
-
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, যা এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
-
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
-
প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
-
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
তবে মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যে কোনো সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
-
তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
-
সংসদের কার্যকাল ৫ বছর।
-
তবে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
-
অধিবেশন সংক্রান্ত নিয়ম:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
-
কোরাম: মোট সদস্যের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা সম্ভব।
-
-
নেতৃত্ব ও বিরোধী দল:
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
নির্বাচনে দ্বিতীয় স্থানে আসা দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-

0
Updated: 3 weeks ago
কত সালে 'ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন' জাতীয় সংসদে পাস হয়?
Created: 3 weeks ago
A
২০১৬ সালে
B
২০১৭ সালে
C
২০১৮ সালে
D
২০১৯ সালে
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য। এই আইনের মাধ্যমে বোর্ডকে একটি স্বতন্ত্র ও আইনগত স্বীকৃত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যা প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদান করে।
-
বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়েছে।
-
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডকে একটি স্বতন্ত্র ও আইনগত স্বীকৃত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
-
বোর্ড প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদান করে।
-
'ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন' ২০১৮ সালে জাতীয় সংসদে পাস করা হয়।
-
আইনটি বোর্ডের গঠন, দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ করে, যার মধ্যে রয়েছে সদস্য সংখ্যা, নিয়োগ পদ্ধতি ও দায়িত্ব।
-
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ডের গঠন, ব্যবস্থাপনা এবং ব্যয়ের দিকনির্দেশনা আইন দ্বারা নির্ধারিত।
-
বোর্ডকে প্রবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তি ও জরুরি সহায়তা প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে।

0
Updated: 3 weeks ago