'কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা'-বইটির লেখক কে?
A
আবুল কালাম শামসূদ্দীন
B
আবুল মনসুর আহমদ
C
শামসুদ্দিন আবুল কালাম
D
এস ওয়াজেদ আলী
উত্তরের বিবরণ
'বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' গ্রন্থটি লেখক আবুল মনসুর আহমেদ রচিত একটি প্রবন্ধসংকলন। এতে লেখক স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক ও সমালোচনাধর্মী আলোচনা করেছেন।
• গ্রন্থটি– এতে মোট ৪২টি নিবন্ধ রয়েছে।
• প্রথম ৩৯টি নিবন্ধ ১৯৭২ ও ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।
• প্রতিটি নিবন্ধের বিষয় আলাদা হলেও মূল বক্তব্য অভিন্ন, অর্থাৎ দেশের বাস্তব সমস্যার সমাধান নির্দেশনা।
• লেখক জাতীয় সমস্যার মূল কারণ বিশ্লেষণ করে সমাধানের পথনির্দেশনা দিয়েছেন।
• তিনি সমাজ ও রাষ্ট্র গঠনের দায়িত্ব সব মানুষের ওপর ন্যস্ত করেছেন।
আবুল মনসুর আহমেদ
• জন্ম: ১৮৯৮ খ্রিষ্টাব্দ, ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে।
• পেশা ও পরিচিতি: সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
• অংশগ্রহণ: খিলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলন।
তাঁর ব্যঙ্গরচনা
• আয়না
• ফুড কনফারেন্স
• গালিভারের সফরনামা
তাঁর স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক গ্রন্থ
• আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
• আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
• শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু
উপন্যাসসমূহ
• সত্যমিথ্যা
• জীবন ক্ষুধা
• আবে-হায়াৎ

0
Updated: 18 hours ago
দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক-
Created: 1 week ago
A
রিচার্ড সেশন
B
মার্কাস ফ্রান্ডা
C
গ্যারি জে ব্যাস
D
পল ওয়ালেচ
দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram)
লেখক: গ্যারি জে ব্যাস
মূল শিরোনাম: The Blood Telegram: Nixon, Kissinger, and a Forgotten Genocide
প্রকাশক: Knopf
প্রকাশের সাল: ২০১৩
এই বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রচিত। এখানে মূলত আর্চার কেন্ট ব্লাডের একটি গুরুত্বপূর্ণ টেলিগ্রামের কথা তুলে ধরা হয়েছে, যা ইতিহাসে ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিত।
১৯৭১ সালে কেন্ট ব্লাড পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে কাজ করছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি তৎকালীন মার্কিন প্রশাসনকে সচেতন করার জন্য একটি টেলিগ্রাম পাঠান, যেখানে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা বন্ধে সরকারের ব্যর্থতার বিষয় উল্লেখ থাকে। এই টেলিগ্রামটি পরবর্তীতে ইতিহাসে ‘ব্লাড টেলিগ্রাম’ নামে পরিচিতি পায়।
গ্যারি জে ব্যাস এই বইয়ে সেই ঘটনা এবং মার্কিন নীতি বিশ্লেষণ করেছেন। এটি পশ্চিমা দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধ ও ১৯৭১-এর গণহত্যাকে প্রমাণিত ও গুরুত্বসহকারে তুলে ধরার একটি স্বতন্ত্র গ্রন্থ।
উৎস: Amazon.com

0
Updated: 1 week ago
Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
কামাল হোসেন
B
এস.এ. করিম
C
নুরুল ইসলাম
D
আনিসুর রহমান
Making of a Nation: Bangladesh গ্রন্থের লেখক অধ্যাপক নুরুল ইসলাম।
নুরুল ইসলাম
-
তিনি একজন খ্যাতিমান অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১ এপ্রিল।
মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে তাঁর ভূমিকা
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলেন।
-
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন।
-
স্বাধীনতার পর তাঁকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
-
তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি স্থায়ীভাবে বিদেশে চলে যান।
রচনাসমূহ
অধ্যাপক নুরুল ইসলাম আজীবন গবেষণা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লিখিত বইয়ের সংখ্যা ২৯টি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো—
-
Corruption, Its Control and Drivers of Change
-
India, Pakistan, Bangladesh: A Primer on Political History
-
Development Planning in Bangladesh: A Study in Political Economy (UPL, 1979, পুনর্মুদ্রণ 1993)
-
Development Strategy of Bangladesh (Pergamon, 1978)
-
Foodgrain Price Stabilization in Developing Countries: Issues and Experiences in Asia (IFPRI, 1996)
-
Exploration in Development Issues: Selected Articles of Nurul Islam (Ashgate, 2003)
-
Making of a Nation: Bangladesh – An Economist’s Tale (UPD, 2003)
উৎস: Rokomari.com

0
Updated: 1 month ago
‘The Spirit of Islam’ গ্রন্থটির লেখক কে?
Created: 1 month ago
A
স্যার সৈয়দ আহমদ
B
সৈয়দ আমীর আলী
C
আবুল কালাম আজাদ
D
শাহ ওয়ালীউল্লাহ
‘The Spirit of Islam’: সৈয়দ আমীর আলীর বিখ্যাত গ্রন্থ, এতে ইসলামের চেতনা ব্যাখ্যা করা হয়েছে।
সৈয়দ আমীর আলী:
-
সৈয়দ আমীর আলী ছিলেন মুসলিম পুনর্জাগরণের অন্যতম অগ্রদূত।
-
তিনি ১৮৪৯ সালে ভারতের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।
-
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তাঁর লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হলো The Spirit of Islam এবং A Short History of the Saracens।
-
এই গ্রন্থদ্বয়ে তিনি মুসলিম বিশ্বের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবময় অতীতকে বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করেন।
-
তাঁর লেখাগুলো শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নয়, মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও সংস্কারচিন্তার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
১৯১২ সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন এবং মুসলিম সমাজে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় চিন্তাধারার আধুনিকীকরণে কার্যকর ভূমিকা পালন করেন।
সূত্র: বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago