বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?
A
বাক-স্বাধীনতার অধিকার
B
শিক্ষার অধিকার
C
সভা সমাবেশের অধিকার
D
ধর্মচর্চার অধিকার
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ হিসেবে বিবেচিত।
• সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে।
• এই অধ্যায়ে অন্তর্ভুক্ত অধিকারগুলো হলো — বাক-স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা, এবং ধর্মচর্চার অধিকার।
তৃতীয় অধ্যায়ে উল্লিখিত অন্যান্য অধিকারসমূহ:
• আইনের দৃষ্টিতে সমতা
• ধর্ম বা বর্ণভিত্তিক বৈষম্য নিষিদ্ধ
• সরকারি নিয়োগে সমান সুযোগ
• বিদেশী খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
• আইনের আশ্রয় পাওয়ার অধিকার
• জীবন ও ব্যক্তি-স্বাধীনতার সুরক্ষা
• গ্রেপ্তার ও আটক সংক্রান্ত রক্ষাকবচ
• জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ
• বিচার ও দণ্ডের ক্ষেত্রে সুরক্ষা
• চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা
• পেশা বা বৃত্তি বেছে নেওয়ার স্বাধীনতা
• ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির অধিকার
বাংলাদেশের সংবিধানের ১১টি অধ্যায় ও তাদের বিষয়:
• প্রথম অধ্যায় – প্রজাতন্ত্র
• দ্বিতীয় অধ্যায় – রাষ্ট্র পরিচালনার মূলনীতি
• তৃতীয় অধ্যায় – মৌলিক অধিকার
• চতুর্থ অধ্যায় – নির্বাহী বিভাগ
• পঞ্চম অধ্যায় – আইনসভা
• ষষ্ঠ অধ্যায় – বিচার বিভাগ
• সপ্তম অধ্যায় – নির্বাচন
• অষ্টম অধ্যায় – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নবম অধ্যায় – বাংলাদেশের কর্মবিভাগ
• দশম অধ্যায় – সংবিধানের সংশোধন
• একাদশ অধ্যায় – বিবিধ

0
Updated: 19 hours ago
ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত-
Created: 3 weeks ago
A
অ্যাথলেট হিসেবে
B
ক্রিকেটার হিসেবে
C
এভারেস্টজয়ী হিসেবে
D
নারী উদ্যোক্তা হিসেবে
ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী যিনি সাত মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন। তিনি একাধিক মহাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবতাবাদী কাজেও নিযুক্ত ছিলেন।
-
এভারেস্ট জয়: ২৬ মে ২০১২, মাউন্ট এভারেস্ট।
-
সেভেন সামিট অর্জন: আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, এশিয়ার মাউন্ট এভারেস্ট, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন, ইউরোপের এলব্রুস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, দক্ষিণ আমেরিকার অ্যাকোংকাগুয়া।
-
মানবতাবাদী কাজ: আন্তর্জাতিক গ্রুপ কেয়ার (CARE) এর হয়ে কাজ করেছেন।
-
পুরস্কার: ২০১৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব।
বাংলাদেশি এভারেস্ট জয়ী পর্বতারোহীরা:
-
১ম: মুসা ইব্রাহিম, ২৩ মে ২০১০
-
২য়: এম এ মুহিত, ২১ মে ২০১১
-
৩য়: নিশাত মজুমদার, ১৯ মে ২০১২
-
৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২৬ মে ২০১২
-
৫ম: বাবর আলী, ১৯ মে ২০২৪
মো. খালেদ হোসেন: ২০ মে ২০১৩ মাউন্ট এভারেস্ট জয় করেন, কিন্তু চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাই আনুষ্ঠানিকভাবে এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হননি।

0
Updated: 3 weeks ago
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 1 month ago
A
বাণিজ্য মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
পরিকল্পনা মন্ত্রণালয়
D
শিল্প মন্ত্রণালয়
ট্যারিফ কমিশন
ট্যারিফ কমিশন হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দেশের শিল্প ও বাণিজ্যকে সুরক্ষিত রাখতে এবং অসাম্যপূর্ণ প্রতিযোগিতা রোধ করতে কাজ করে।
-
প্রতিষ্ঠা ও আইনগত ভিত্তি:
২৮ জুলাই ১৯৭৩ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি একটি অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে। পরে, ১৯৯২ সালের নভেম্বর মাসে এটি বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (৪৩ নম্বর আইন) অনুযায়ী পূর্ণাঙ্গভাবে গঠিত হয় এবং স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার অধিকার পায়। -
উদ্দেশ্য ও কার্যক্রম:
কমিশনের প্রধান লক্ষ্য হলো দেশীয় শিল্পকে বিদেশি পণ্যের অসঙ্গতিপূর্ণ প্রতিযোগিতা থেকে রক্ষা করা এবং শিল্পজাত পণ্যের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা। -
সংগঠন ও নেতৃত্ব:
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত। এর নেতৃত্বে থাকেন সরকারি সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন চেয়ারম্যান। -
শাখা ভিত্তিক বিভাজন:
কমিশনের কাজ তিনটি প্রধান শাখার মাধ্যমে পরিচালিত হয়:-
বাণিজ্য নীতিমালা শাখা
-
বাণিজ্য প্রতিকার শাখা
-
আন্তর্জাতিক সহযোগিতা শাখা
প্রতিটি শাখার নেতৃত্বে একজন সদস্য থাকেন। এছাড়াও একটি প্রশাসনিক শাখা আছে, যা কমিশনের সচিব দ্বারা পরিচালিত হয়।
-
তথ্যসূত্র: ট্যারিফ কমিশন অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম
ইউটিউব (YouTube)
-
ইউটিউব হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ভিডিও আপলোড, শেয়ার এবং দেখা সম্ভব করে।
-
এটি ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
-
ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
-
এটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান।
-
বর্তমান CEO: Neal Mohan।
প্রতিষ্ঠাতা:
ইউটিউবের প্রতিষ্ঠাতা হলেন তিনজন প্রাক্তন পেপাল কর্মী: স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago