A
ব্রিটেন
B
ফ্রান্স
C
যুক্তরাষ্ট্র
D
রাশিয়া
উত্তরের বিবরণ
• Strategic Defense Initiative (SDI):
- তারকা যুদ্ধ নামে খ্যাত — Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন রোনাল্ড রিগ্যান।
- আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রবর্তিত — Strategic Defense Initiative (SDI) এর মূল বিষয়বস্তু ছিল পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত।
রোনাল্ড রিগ্যান ও এসডিআই (SDI):
- রোনাল্ড রিগ্যান মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের — ৪০তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
- রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি — হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
- রোনাল্ড রিগ্যান — ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা — SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা — নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
---------------
অন্যদিকে,
• S-400:
- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে।
- বর্তমানে রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে রাশিয়ার সাথে চুক্তি করেছে।
উৎস: ডয়েচেভেলে এবং আল জাজিরা, Britannica.

0
Updated: 2 months ago