Deconstruction ধারনার প্রবক্তা কে?
A
নিৎসে
B
কান্ট
C
জাঁকদেরিদা
D
শোপেন হাওয়ার
উত্তরের বিবরণ
বিনির্মাণ বা Deconstruction হলো দার্শনিক ও সাহিত্যিক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ রূপ, যা মূলত ১৯৬০-এর দশকে ফরাসি দার্শনিক জ্যাক ডেরিডা (Jacques Derrida)-র চিন্তা ও তত্ত্ব থেকে উদ্ভূত। ডেরিডা তাঁর বিশ্লেষণে পশ্চিমা দর্শনের মৌলিক ধারণাগত বিভাজন বা “বিরোধিতা” (oppositions)-কে প্রশ্নবিদ্ধ করেন। তিনি দার্শনিক ও সাহিত্যিক গ্রন্থের ভাষা, যুক্তি ও অর্থের গঠনপ্রক্রিয়া গভীরভাবে বিশ্লেষণ করে দেখান যে ভাষার ভেতরেই অর্থের স্থায়িত্ব ও নিশ্চিততা অনিশ্চিত হয়ে পড়ে।
বিনির্মাণ তত্ত্ব অনুসারে, কোনো পাঠের অর্থ কখনোই একক বা স্থির নয়; বরং ভাষার ভিতরকার বৈপরীত্য, পার্থক্য এবং অস্পষ্টতার কারণে তা ক্রমাগত বিলম্বিত ও পুনর্নির্মিত হয়। ফলে এটি প্রচলিত ব্যাখ্যা ও স্থিত অর্থের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং পাঠের বহুস্তরীয় ও অসীম ব্যাখ্যার সম্ভাবনা উন্মোচন করে।

0
Updated: 22 hours ago
দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও ফিউশন তত্ত্বের প্রবক্তা হলেন-
Created: 3 weeks ago
A
মামুনুর রশীদ
B
সেলিম আল দীন
C
সৈয়দ ওয়ালীউল্লাহ্
D
দীনবন্ধু মিত্র
নাট্যকার সেলিম আল দীন
-
সারসংক্ষেপ
-
সেলিম আল দীন বাংলা ভাষার আধুনিক নাট্যকার ও নাট্যতত্ত্ববিদ।
-
তিনি দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও ফিউশন তত্ত্বের প্রবক্তা।
-
নিউ এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী।
-
-
জীবনবৃত্তান্ত
-
জন্ম: ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনি জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রাম।
-
পরিবার: সম্ভ্রান্ত মুসলিম পরিবার
-
প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ
-
সাহিত্যিক কর্মসূত্র:
-
১৯৬৮: প্রথম প্রবন্ধ ‘নিগ্রো সাহিত্য’ (‘দৈনিক পাকিস্তান’ সাহিত্য সাময়িকী)
-
১৯৬৯: প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’
-
১৯৭০: প্রথম টেলিভিশন নাটক ‘লিব্রিয়াম’ (পরবর্তীতে ঘুম নেই)
-
-
১৯৮৬: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান ও প্রতিষ্ঠাতা সভাপতি
-
১৯৮১-৮২: নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে সারাদেশে বাংলাদেশ গ্রাম থিয়েটার গঠন
-
-
পুরস্কার ও সম্মাননা
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪)
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬)
-
নান্দীকার পুরস্কার (আকাদেমি মঞ্চ, কলকাতা, ১৯৯৪)
-
শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (টেনাশিনাস পুরস্কার, ১৯৯৪)
-
খালেকদাদ সাহিত্য পুরস্কার
-
একুশে পদক (২০০৭)
-
অলক্ত সাহিত্য পুরস্কার (২০০৭)
-
অন্যান্য: জাতীয় চলচ্চিত্র পুরস্কার (একাত্তরের যীশু, শ্রেষ্ঠ সংলাপ, ১৯৯৪)
-
-
নাট্যগ্রন্থসমূহ
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কীর্তন খোলা
-
হাতহদাই
-
জুলান
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন
-
সেলিম আল দীনের নাটকসমূহ বাংলা নাট্যশিল্পকে আধুনিকীকরণের ক্ষেত্রে মাইলফলক হিসেবে গণ্য।

0
Updated: 3 weeks ago