'দুর্নীতি' শব্দটিতে ন-ত্ববিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন?
A
পূর্বে 'দ' ধ্বনি থাকায়
B
পরে ন" ধ্বনি থাকায়
C
সমাসবদ্ধ শব্দ হওয়া
D
তদ্ভব শব্দ হওয়ায়
উত্তরের বিবরণ
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না। অর্থাৎ, দুটি শব্দ যুক্ত হয়ে নতুন সমাসবদ্ধ শব্দ গঠিত হলে, সেখানে সাধারণ নিয়মে যেভাবে ‘ন’ থেকে ‘ণ’ হয়, তা প্রযোজ্য হয় না। ফলে এ ধরনের ক্ষেত্রে ‘ন’ অপরিবর্তিত থেকে যায়।
উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়—
-
ত্রিনয়ন
-
সর্বনাম
-
দুর্নীতি
-
দুর্নাম
-
দুর্নিবার
-
পরনিন্দা
-
অগ্রনায়ক
এ সকল শব্দে সমাসবদ্ধ রূপের কারণে ‘ণ’ হয়নি, বরং ‘ন’ অপরিবর্তিত থেকেছে।

0
Updated: 22 hours ago
বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটে কোন গ্রন্থে?
Created: 3 weeks ago
A
কৃষ্ণকুমারী নাটকে
B
তিলোত্তমাসম্ভব কাব্যে
C
পদ্মাবতী নাটকে
D
মেঘনাদবধ কাব্যে
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা, কপোতাক্ষ নদ তীর
-
পদবি: মহাকবি, নাট্যকার
-
উপাদান ও প্রবর্তনা:
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক; প্রথম প্রয়োগ ‘পদ্মাবতী’ নাটকে
-
-
প্রথম কাব্যগ্রন্থ:
-
ইংরেজিতে: The Captive Lady
-
অমিত্রাক্ষর ছন্দে: তিলোত্তমাসম্ভব কাব্য
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
-

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি মাইকেল মদুসূদনের প্রহসন?
Created: 6 days ago
A
বিয়ে পাগলা বুড়ো
B
একেই কি বলে সভ্যতা
C
এর উপায় কি?
D
সধবার একাদশী
মাইকেল মধুসূদন দত্তের প্রহসনসমূহ বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করেছে। তাঁর রচিত প্রহসনগুলো হলো—
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনের বৈশিষ্ট্য:
-
এতে তৎকালীন নব্যবঙ্গীয় সম্প্রদায়ের সুরাপান ও ইংরেজ অনুকরণের প্রতি ব্যঙ্গবিদ্রূপ করা হয়েছে।
-
এটি বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্য রচিত দু’টি প্রহসনের একটি।
-
প্রকাশিত হয়েছে ১৮৬০ সালে।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
নবকুমার
-
কালীনাথ
-
তীয় বাবাজী
-
নিতম্বিনী
-
কর্তামশাই
-
প্রসন্নময়ী
-
পয়োধরী
-
অন্যদিকে, বাংলা সাহিত্যে অন্যান্য প্রহসনের রচয়িতারা:
-
‘এর উপায় কি?’ – রচয়িতা মীর মশাররফ হোসেন
-
‘বিয়ে পাগলা বুড়ো’ ও ‘সধবার একাদশী’ – রচয়িতা দীনবন্ধু মিত্র
-
মাইকেল মধুসূদন দত্তের প্রহসনগুলোতে তিনি সমাজচেতনা, নান্দনিক বিদ্রূপ ও চরিত্রচিত্রায়ণকে সমন্বিত করেছেন।
-
তাঁর প্রহসনগুলো বাংলা নাট্য সাহিত্যে বিনোদনমূলক এবং সমালোচনামূলক ধারা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 6 days ago
'দত্তকুলোদ্ভব কবি' কে?
Created: 3 weeks ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
মাইকেল মধুসূদন দত্ত
C
মীর মশাররফ হোসেন
D
সমরেশ বসু
মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি ও নাট্যকার, যিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে দত্তকুলোদ্ভব কবি বলা হয়। তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ তিনি তাঁর রচিত 'পদ্মাবতী' নাটকে করেছেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব কাব্য', যা সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত। মাইকেল মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ হলো 'দ্য ক্যাপটিভ লেডি', যা ইংরেজিতে রচিত।
-
ছদ্মনাম:
-
Timothy Penpoem
-
এ নেটিভ
-
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
-
-
নাটকসমূহ:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
-
-
প্রহসনসমূহ:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
-
অন্যদিকে, বাংলা সাহিত্যের অন্যান্য লেখক ও তাঁদের ছদ্মনাম হলো:
-
প্রেমেন্দ্র মিত্র: সাহিত্য-সাধনার প্রথমপর্বে 'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে লিখতেন
-
মীর মশাররফ হোসেন: গৌড়তটবাসী মশা, গাজী মিয়াঁ, উদাসীন পথিক
-
সমরেশ বসু: 'কালকূট' ছদ্মনামে লিখতেন

0
Updated: 3 weeks ago