A
নাফ
B
তেতুলিয়া
C
আড়িয়াল খাঁ
D
হাড়িয়াভাঙ্গা
উত্তরের বিবরণ
দক্ষিণ তালপট্টি দ্বীপ (নিউ মুর আইল্যান্ড)
দক্ষিণ তালপট্টি, যাকে নিউ মুর আইল্যান্ড বা পূর্ববাশাও বলা হয়, এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট, জনশূন্য দ্বীপ। দ্বীপটি ভারতের পাশে, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনার কাছে গঠিত হয়েছে।
১৯৭০ সালের ভয়ংকর ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার কাছাকাছি এই দ্বীপটি জেগে ওঠে। এটি নদীর মোহনা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে পড়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
সিলেট কোননদীর তীরে অবস্থিত?
Created: 3 weeks ago
A
আড়িয়াল খাঁ
B
সুরমা
C
চন্দনা
D
রূপসা
সিলেট:
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
উল্লেখ্য,
⇒ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা, অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা।
- এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।
উৎস: সিলেট জেলা ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
Created: 1 week ago
A
ত্রিপুরা
B
মিজোরাম
C
মনিপুর
D
মেঘালয়
কর্ণফুলী নদী
-
কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী।
-
এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতেঙ্গা এলাকায় যুক্ত হয়।
-
নদীর মোহনাস্থলে অবস্থিত দেশের প্রধান সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর।
-
কর্ণফুলী নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
-
এটি চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের প্রধান জলস্রোত।
-
কর্ণফুলী নদী বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির নদী হিসেবে পরিচিত।
-
এর গুরুত্বপূর্ণ উপনদীগুলোর মধ্যে রয়েছে কাসালং, হালদা এবং বোয়ালখালী নদী।
-
কাপ্তাই এলাকায় বাঁধ নির্মাণের মাধ্যমে কর্ণফুলী নদীর জল ব্যবহার করে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ পাঠ্যক্রম।

0
Updated: 1 week ago
বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?
Created: 4 days ago
A
লুসাই পাহাড়
B
সিকিমের পাবর্ত্য অঞ্চল
C
তিব্বতের মানোস সরোবর
D
নাগা-মনিপুর অঞ্চলের বোরাক নদী
কর্ণফুলী নদী
-
কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী।
-
এটি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
-
এই নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর অবস্থিত, যা বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর।
-
নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
-
এটি চট্টগ্রাম ও রাঙামাটির অন্যতম প্রধান নদী।
-
কর্ণফুলী হলো বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা (দ্রুতগামী ও স্রোতস্বীনি) নদী।
কর্ণফুলীর উপনদী
-
ইছামতি, হালদা, তুইলিয়ান পুই (সাজাল লুই), থেগা (কাওপুই), শুভলং-মরম ছড়া, ভান্দরজুরি খাল, শাইলক খাল, হীরার ছড়া।
শাখা নদী
-
কর্ণফুলীর কোনো শাখা নদী নেই।
কাপ্তাই বাঁধ
-
১৯৬৪ সালে কর্ণফুলী নদীর ওপর একটি বাঁধ তৈরি করা হয়, যার নাম কাপ্তাই বাঁধ। এটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত।
-
এই বাঁধের পানির মাধ্যমে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল
-
পদ্মা নদী: ভারতের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নামে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসে পদ্মা নামে পরিচিত।
-
মেঘনা নদী: ভারতের আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন।
-
যমুনা নদী: ভারতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নামে উৎপন্ন হয়ে বাংলাদেশে যমুনা নামে পরিচিত।
-
করতোয়া নদী: ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন।
-
সাঙ্গু নদী: মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত আরাকান পাহাড় থেকে উৎপন্ন।
-
হালদা নদী: বাংলাদেশের খাগড়াছড়ি জেলার বাদানাতলী পাহাড় থেকে উৎপন্ন।
-
মহানন্দা নদী: ভারতের দার্জিলিং জেলার মহালড্রীম এলাকা থেকে উৎপন্ন।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh National Information Portal)

0
Updated: 4 days ago