দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
A
নাফ
B
তেতুলিয়া
C
আড়িয়াল খাঁ
D
হাড়িয়াভাঙ্গা
উত্তরের বিবরণ
দক্ষিণ তালপট্টি দ্বীপ (নিউ মুর আইল্যান্ড)
দক্ষিণ তালপট্টি, যাকে নিউ মুর আইল্যান্ড বা পূর্ববাশাও বলা হয়, এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট, জনশূন্য দ্বীপ। দ্বীপটি ভারতের পাশে, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনার কাছে গঠিত হয়েছে।
১৯৭০ সালের ভয়ংকর ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার কাছাকাছি এই দ্বীপটি জেগে ওঠে। এটি নদীর মোহনা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে পড়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মিসিসিপি নদীর উৎপত্তিস্থল কোথায়?
Created: 4 weeks ago
A
ভিক্টোরিয়া হ্রদ
B
ইটাস্কা হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
ব্ল্যাক ফরেস্ট পর্বত
মিসিসিপি নদী
-
উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী।
-
দৈর্ঘ্য: ৬,২৭০ কিমি।
-
উৎস: ইটাস্কা হ্রদ, মিনেসোটা রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
-
প্রশস্ত অংশ: বেনা।
বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎপত্তিস্থল
-
হোয়াংহো নদী: কুনকুন পর্বত, চীন।
-
দানিয়ুব নদী: ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ।
-
মারে ডার্লিং নদী: কোমিয়াস্কে, অস্ট্রেলিয়া।
-
তিস্তা নদী: সিকিমের পর্বত অঞ্চল।
-
নীলনদ: ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা।
-
আমাজন নদী: আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা।

0
Updated: 4 weeks ago
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Created: 3 months ago
A
বালেশ্বর
B
হাড়িয়াভাঙ্গা
C
রূপসা
D
ভৈরব
দক্ষিণ তালপট্টি দ্বীপ
-
দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেক নাম হলো পূর্বাশা দ্বীপ।
-
এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত একটি উপকূলবর্তী দ্বীপ, যা বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
-
বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যে বয়ে যাওয়া হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণে অবস্থিত এই ছোট দ্বীপটি গড়ে উঠেছে।
-
দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার হলেও ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটি অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে লাগে।
-
দক্ষিণ তালপট্টির উত্তরে বাংলাদেশের মূল ভূখণ্ড তালপট্টি এবং দক্ষিণ দিকে বিস্তৃত বঙ্গোপসাগর অবস্থিত।
-
দ্বীপটির মোট আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার, তবে জোয়ার-ভাটার পরিবর্তনের কারণে এর আয়তন ৭ থেকে ১৪ বর্গকিলোমিটারের মধ্যে ওঠানামা করে।
-
১৯৭০ সালের নভেম্বর মাসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ অংশে আঘাত হানার পর এই দ্বীপটি প্রথমবার দৃষ্টিগোচর হয়।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
গারো পাহাড় থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি?
Created: 4 weeks ago
A
সোমেশ্বরী
B
আত্রাই
C
নিতাই
D
বাঙালি
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
নদ নদীর উৎপত্তিস্থল
নদী সম্পর্কিত তথ্য
বাংলাদেশের পাহাড়
গারো পাহাড়
-
বাংলাদেশের বৃহত্তম ও সর্বোচ্চ পাহাড়।
-
অবস্থান: উত্তর-পূর্ব বাংলাদেশ, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত।
-
পাদদেশে অবস্থিত জেলা: ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ।
-
মোট আয়তন: প্রায় ৮,১৬৭ বর্গকিমি।
-
সর্বোচ্চ শৃঙ্গ: নকরেক (ভারত অংশে)।
-
উচ্চতা: ৪,৬৫২ ফুট ≈ ১,৪০০ মিটার।
-
প্রধান শহর: তুরা।
-
প্রধান নদী: সোমেশ্বরী/সিমসাং নদী।
সোমেশ্বরী/সিমসাং নদী
-
উৎপত্তি: ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে।
-
প্রধান ঝর্ণাধারা: বিঞ্চুরীছড়া, বাঙাছড়া; পশ্চিম দিক থেকে রমফা নদী এর স্রোতধারা যুক্ত।
-
বাংলাদেশের প্রবেশ: নেত্রকোণার দুর্গাপুরে।
-
মোড়ল নদীতে মিলন: সুনামগঞ্জের জামালগঞ্জে বাউলাই নদী।
-
প্রাচীন নাম: সিমসাং।
অন্যান্য নদী
-
নিতাই নদী: ভারতের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড় থেকে উৎপন্ন, বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোণা দিয়ে প্রবাহিত।
-
বাঙালি নদী: উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী, পরে গাইবান্ধা ও বগুড়া দিয়ে প্রবাহিত হয়ে বাঙালি নাম ধারণ।

0
Updated: 4 weeks ago