কখনো কখনো কোন বাচ্যে কর্তা উহ্য থাকে?
A
কর্তৃবাচ্য
B
ভাববাচ্য
C
কর্মবাচ্য
D
কর্ম-কর্তৃবাচ্য
উত্তরের বিবরণ
• ভাববাচ্য:
- যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
• ভাববাচ্যের বৈশিষ্ঠ্য:
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন - আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)
- কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন - এ পথে চলা যায় না; এবার ট্রেনে ওঠা যাক।
তেমনিভাবে,
কোথা থেকে আসা হচ্ছে?
- মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়।
যেমন - এ রাস্তা আমার চেনা নেই।

0
Updated: 1 hour ago
কোনটি ভাববাচ্যের উদাহরণ নয়?
Created: 1 month ago
A
কোথায় থাকা হয়।
B
তোমার দ্বারা এই কাজ হবে না।
C
চোরটা ধরা পড়েছে।
D
আমাকে এখন যেতে হবে।
কর্মবাচ্য – চোরটা ধরা পড়েছে।
ভাববাচ্য – যে বাক্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থ বিশেষভাবে প্রকাশিত হয়, তাকে ভাববাচ্য বলে।
উদাহরণ:
-
আমার খাওয়া হলো না।
-
আমাকে এখন যেতে হবে।
-
তোমার দ্বারা এই কাজ হবে না।
-
কোথায় থাকা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago