'তৃষ্ণার্ত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
তৃষ্ণা + অর্ত
B
তৃষ্ণা + আর্ত
C
তৃষ্ণা + ঋত
D
তৃষ্ণা + রিত
উত্তরের বিবরণ
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ - 'তৃষ্ণা + ঋত'।
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)।
• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।

0
Updated: 1 hour ago
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-

0
Updated: 2 weeks ago
'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চলৎ + চিত্র
B
চল + চিত্র
C
চলচ + চিত্র
D
চলিচ + চিত্র
চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।

0
Updated: 1 month ago
'সূর্যোদয়' শব্দটি সন্ধি বিচ্ছেদর কোন নিয়মে গঠিত?
Created: 1 month ago
A
অ + উ = ও
B
আ + উ = ও
C
অ + আ = ও
D
অ + অ = ও
• স্বরসন্ধির নিয়মে গঠিত সন্ধি:
-
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের শুরুতে থাকা হ-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি সৃষ্টি হয়।
-
বানানে এটি ও-কারের রূপ নিয়ে পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়।
উদাহরণ:
-
সর্ব + উচ্চ = সর্বোচ্চ
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago