পরানীতিবিদ্যা কোন ধরণের দর্শন?
A
আদর্শমূলক
B
সংশয়বাদী
C
সুখবাদী
D
বিশ্লেষণমূলক
উত্তরের বিবরণ
নীতিবিদ্যার গতানুগতিক ধারণায় পরিবর্তন আনতেই জন্ম নেয় পরনীতিবিদ্যা (Metaethics), যাকে বিশ্লেষণী নীতিবিদ্যাও বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো নৈতিক ধারণা ও ভাষার বিশ্লেষণ করে তাদের প্রকৃত অর্থ স্পষ্ট করা।
এই ধারার পেছনে জি. ই. ম্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নৈতিক শব্দ ও ধারণা যেমন “ভালো”–এর অর্থ বিশ্লেষণ করে দেখাতে চান যে, এগুলোকে সরাসরি সংজ্ঞায়িত করা যায় না।
এই ধারার মাধ্যমে নীতিবিদ্যায় উঠে আসে বিভিন্ন মতবাদ যেমন:
-
প্রকৃতিবাদ
-
অপ্রকৃতিবাদ
-
আবেগবাদ
-
নির্দেশবাদ
-
বর্ণনাবাদ
এসব মতবাদ নৈতিক অবধারণার স্বরূপ ব্যাখ্যা করতে চেষ্টা করে।

0
Updated: 22 hours ago
ভিয়েনা সার্কেল কোন দার্শনিক আন্দোলনের সাথে যুক্ত ছিল?
Created: 23 hours ago
A
বিশ্লেষণী দর্শন
B
অস্তিত্ববাদ
C
যৌক্তিক প্রত্যক্ষবাদ
D
নব্য ভাববাদ
ভিয়েনা চক্র (Vienna Circle) ছিল একটি দার্শনিক আন্দোলনের ফল, যা ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত গড়ে ওঠে। এখান থেকেই যৌক্তিক প্রত্যক্ষবাদ (Logical Positivism) এর উদ্ভব ঘটে। এর প্রধান উদ্দেশ্য ছিল—
১. দার্শনিক চিন্তাকে বিজ্ঞানের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা।
২. অধিবিদ্যার অসারতা ও অপ্রমাণযোগ্যতা প্রতিপন্ন করা।

0
Updated: 23 hours ago
কর্মক্ষেত্রে নৈতিক দ্বিধায় পড়লে দর্শনের কোন শাখাটি সবচেয়ে বেশি সহায়ক হতে পারে?
Created: 13 hours ago
A
অধিবিদ্যা
B
নীতিবিদ্যা
C
যুক্তিবিদ্যা
D
জ্ঞানবিদ্যা
নীতিবিদ্যা দর্শনের একটি শাখা, যা মানুষের আচরণ, চরিত্র ও ইচ্ছাধীন কাজের নৈতিকতা নিয়ে আলোচনা করে। এটি ভালো-মন্দ, সঠিক-ভুল ও ন্যায়-অন্যায় পার্থক্য নির্ধারণে সহায়তা করে।
তাই কেউ যদি কর্মক্ষেত্রে নৈতিক দ্বিধায় পড়ে, তাহলে নীতিবিদ্যার জ্ঞান তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

0
Updated: 13 hours ago
ন্যায় দর্শনে কত প্রকার অনুপপত্তি আছে?
Created: 12 hours ago
A
৪ (চার)
B
৫ (পাঁচ)
C
৬ (ছয়)
D
৭ (সাত)
হেত্বাভাস বা অনুপপত্তি (Fallacies in Inference) হলো এমন এক ভ্রান্তি, যেখানে যে হেতু প্রকৃত হেতু নয়, বরং হেতুর মতো দেখায় মাত্র। শব্দতত্ত্ব অনুযায়ী, “হেত্বাভাস” = হেতু + আভাস; অর্থাৎ হেতুর আভাসমাত্র।
এই ধরনের অনুমান ভ্রান্ত ও বিভ্রান্তিকর, এবং ভারতীয় তর্কশাস্ত্রে যেসব হেত্বাভাস আলোচিত হয়েছে, সেগুলো সবই বস্তুগত (Material), আকারগত (Formal) নয়।
নৈয়ায়িক মতে হেত্বাভাস পাঁচ প্রকার:
-
সব্যভিচার – হেতু অনিয়মিত বা সর্বত্র প্রযোজ্য নয়।
-
বিরুদ্ধ – হেতু সিদ্ধান্তের বিপরীত প্রমাণ করে।
-
সৎপ্রতিপক্ষ – হেতু ও সিদ্ধান্ত উভয়ই বিরোধী পক্ষ দ্বারা মান্য।
-
অসিদ্ধ – হেতু নিজেই অপ্রমাণিত বা অপ্রতিষ্ঠিত।
-
বাধিত – হেতু অন্য প্রমাণ দ্বারা খণ্ডিত বা বাতিল।

0
Updated: 12 hours ago