নিয়ন্ত্রণবাদ (Determinism) মতে, যেমন জাগতিক নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণ বা ধূমকেতুর মতো ঘটনা পূর্বানুমান করা যায়, তেমনি মানবকর্মও পূর্ববর্তী কারণের দ্বারা নির্ধারিত। যদি সব কারণ জানা যায়, তবে মানুষের ভবিষ্যৎ কাজও ভবিষ্যদ্বাণী করা সম্ভব। অর্থাৎ, মানুষের কর্ম অতীত কারণের দ্বারা প্রভাবিত ও নির্ধারিত।
নিয়ন্ত্রণবাদ অনযায়ী মানুষের কর্মকান্ড কী দ্বারা প্রভাবিত হয়?
A
অতীতের ঘটনা ও প্রকৃতির নিয়ম
B
ব্যক্তির ইচ্ছা
C
নৈতিক নীতি
D
সামাজিক নিয়ম
উত্তরের বিবরণ

0
Updated: 22 hours ago
Related MCQ
মজুদদারি কোন্ মৌলিক নৈতিক নীতির লঙ্ঘন?
Created: 11 hours ago
A
ন্যায়পরায়ণতা ও সমতা
B
সহানুভূতি
C
পরিশ্রম
D
সততা
মজুদদারি (Hoarding) হলো এমন এক অনৈতিক অর্থনৈতিক প্রথা, যেখানে মুনাফার লোভে বা বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ইচ্ছাকৃতভাবে জমিয়ে রাখা হয়। এর ফলে কৃত্রিমভাবে পণ্যের সংকট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।
মূল বিষয়সমূহ—
-
মজুদদারি সমাজে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঘটায়।
-
এটি মানুষের প্রতি শোষণমূলক আচরণ হিসেবে বিবেচিত।
-
এর মাধ্যমে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সুষম বণ্টন ব্যাহত হয়।
-
এই কাজ মানবিক নীতি, ন্যায়পরায়ণতা, সমতা ও কল্যাণমূলক ভাবনার পরিপন্থী।
-
ফলে মজুদদারি নৈতিক ও সামাজিক উভয় দৃষ্টিকোণ থেকেই অগ্রহণযোগ্য ও অন্যায়।

0
Updated: 11 hours ago
দর্শন কোন ধরণের সমস্যা নিয়ে আলোচনা করে?
Created: 1 day ago
A
জগৎ সংক্রান্ত মৌলিক সমস্যা
B
জগৎ ও জীবনের সাধারণ সমস্যা
C
জগৎ ও জীবনের সকল ধরণের সমস্যা
D
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করা ও তার যৌক্তিক সমাধান দেওয়াই দর্শনের কাজ।

0
Updated: 1 day ago
সহানুমানের মৌলিক নিয়ম কয়টি?
Created: 11 hours ago
A
দশটি
B
আটটি
C
ছয়টি
D
চারটি
উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কিছু পাঠ্যপুস্তকে সহানুমানের মৌলিক নিয়মের সংখ্যা ১০টি বলা হয়েছে। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বইয়ে এই নিয়মের সংখ্যা ১১টি হিসেবে উল্লেখ আছে।
মূল ধারণাসমূহ—
-
বিভিন্ন পাঠ্যসূত্রে সহানুমানের নিয়মের সংখ্যায় পার্থক্য দেখা যায়।
-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাধারণ পাঠ্যবই অনুযায়ী মৌলিক নিয়মের সংখ্যা ১০টি।
-
প্রশ্নের অপশনে ১১ না থাকায় সঠিক উত্তর ১০টি ধরা হয়।
-
এই পার্থক্য মূলত বইভেদে উপস্থাপনার তারতম্য থেকে উদ্ভূত।

0
Updated: 11 hours ago