নৈতিক অশুভ এর কারণ কী?
A
মানুষের স্বাধীন ইচ্ছা
B
প্রকৃতিক নিয়ম
C
ঈশ্বরের ইচ্ছা
D
নিয়তি
উত্তরের বিবরণ
প্রাকৃতিক অনিষ্ট ও নৈতিক অনিষ্ট (natural evil and moral evil) : যে সকল ক্রিয়া মানুষের কল্যাণ প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয় তাকে অনিষ্ট বা অকল্যাণ বলা হয়। অনিষ্ট দুই শ্রেণীতে বিভক্ত, যথা- প্রাকৃতিক অনিষ্ট এবং নৈতিক অনিষ্ট। প্রাকৃতিক অনিষ্ট প্রাকৃতিক শক্তির ধ্বংসাত্মক ক্রিয়া, এটা প্রাকৃতিক নিয়মের ওপর নির্ভরশীল। ভূমিকম্প, ঘূর্ণিবাত্যা, ঝটিকা, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, কীটপতঙ্গের উপদ্রব প্রভৃতি প্রাকৃতিক অনিষ্ট।
পক্ষান্তরে, নৈতিক অনিষ্ট বা অশুভ (moral evil) মানুষের ইচ্ছা নির্ভর। মানুষের ইচ্ছাকৃত নৈতিক নিয়ম লঙ্ঘন থেকে নৈতিক অনিষ্টের উত্তর হয়ে থাকে। নৈতিক অনিষ্ট মানুষের ইচ্ছানির্ভর এবং এটা নৈতিক বিচারের অধীন।

0
Updated: 22 hours ago
হিউমের মতে, আত্মা হলো-
Created: 13 hours ago
A
মনের সমষ্টি
B
চিন্তার সমষ্টি
C
প্রত্যক্ষণের সমষ্টি
D
চেতনার সমষ্টি
"No man is anything more than a bundle or collection of different perceptions(প্রত্যক্ষণের সমষ্টি) which succeed each other with inconceivable rapidity and are in perpetual flux and movement"-
Hume, A Treatise of Human Nature

0
Updated: 13 hours ago
পরানীতিবিদ্যা কোন ধরণের দর্শন?
Created: 22 hours ago
A
আদর্শমূলক
B
সংশয়বাদী
C
সুখবাদী
D
বিশ্লেষণমূলক
নীতিবিদ্যার গতানুগতিক ধারণায় পরিবর্তন আনতেই জন্ম নেয় পরনীতিবিদ্যা (Metaethics), যাকে বিশ্লেষণী নীতিবিদ্যাও বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো নৈতিক ধারণা ও ভাষার বিশ্লেষণ করে তাদের প্রকৃত অর্থ স্পষ্ট করা।
এই ধারার পেছনে জি. ই. ম্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নৈতিক শব্দ ও ধারণা যেমন “ভালো”–এর অর্থ বিশ্লেষণ করে দেখাতে চান যে, এগুলোকে সরাসরি সংজ্ঞায়িত করা যায় না।
এই ধারার মাধ্যমে নীতিবিদ্যায় উঠে আসে বিভিন্ন মতবাদ যেমন:
-
প্রকৃতিবাদ
-
অপ্রকৃতিবাদ
-
আবেগবাদ
-
নির্দেশবাদ
-
বর্ণনাবাদ
এসব মতবাদ নৈতিক অবধারণার স্বরূপ ব্যাখ্যা করতে চেষ্টা করে।

0
Updated: 22 hours ago
কোন দার্শনিক প্রয়োগবাদী কিন্তু আমেরিকার দার্শনিক নন-
Created: 11 hours ago
A
সি এস পার্স
B
উইলিয়ামে জেমস
C
জন ডিউই
D
এফ.সি. এস শীলার
ফার্ডিনান্ড ক্যানিং স্কট শিলার (Ferdinand Canning Scott Schiller) ছিলেন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রয়োগবাদী দার্শনিক। তিনি প্রয়োগবাদকে নৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।
মূল ধারণাসমূহ—
-
শিলার ছিলেন ইউরোপের একমাত্র বিশিষ্ট ব্রিটিশ প্রয়োগবাদী চিন্তক।
-
তিনি প্রয়োগবাদে মানবিক উদ্দেশ্য ও নৈতিক কার্যকারিতার গুরুত্ব আরোপ করেন।
-
প্রশ্নে উল্লেখিত অন্য তিনজন দার্শনিক (যেমন: চার্লস স্যান্ডার্স পার্স, উইলিয়ম জেমস ও জন ডিউই) সবাই আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক।
-
ফলে, অপশনগুলোর মধ্যে শিলারই একমাত্র ব্রিটিশ, বাকি তিনজন আমেরিকান।

0
Updated: 11 hours ago