বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
A
লালখান
B
লালপুর
C
রাজশাহী
D
বগুড়া
উত্তরের বিবরণ
লালপুর হলো বাংলাদেশের উষ্ণতম স্থান, যা নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত। এখানে ১৯৬৫ সালে তাপমাত্রা ৪৪.০৮°C পর্যন্ত পৌঁছেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

0
Updated: 1 day ago
‘আল আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
আলজেরিয়া
D
সৌদি আরব
‘আল আকসা’ মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, যা জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত। বর্তমানে জেরুজালেম আন্তর্জাতিকভাবে বিতর্কিত এলাকা হলেও প্রশাসনিকভাবে এটি ইসরাইলের অন্তর্ভুক্ত। এই মসজিদটি মুসলমানদের প্রথম কিবলা হিসেবে ঐতিহাসিক মর্যাদা রাখে এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরেই এর পবিত্রতা গণ্য করা হয়। তাই ‘আল আকসা’ মসজিদ ইসরাইলের ভূখণ্ডে অবস্থিত বলে সঠিক উত্তর খ) ইসরাইল।

0
Updated: 1 day ago
কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?
Created: 1 day ago
A
লন্ডন
B
প্যারিস
C
সিঙ্গাপুর
D
নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি বিগ অ্যাপেল নামে সুপরিচিত। উল্লেখ্য প্যারিস আলোর শহর, সিঙ্গাপুর প্রচোর মুক্তা নামে সমাদৃত।

0
Updated: 1 day ago
Created: 2 months ago
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35

0
Updated: 2 months ago