‘আল আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
আলজেরিয়া
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
‘আল আকসা’ মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, যা জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত। বর্তমানে জেরুজালেম আন্তর্জাতিকভাবে বিতর্কিত এলাকা হলেও প্রশাসনিকভাবে এটি ইসরাইলের অন্তর্ভুক্ত। এই মসজিদটি মুসলমানদের প্রথম কিবলা হিসেবে ঐতিহাসিক মর্যাদা রাখে এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরেই এর পবিত্রতা গণ্য করা হয়। তাই ‘আল আকসা’ মসজিদ ইসরাইলের ভূখণ্ডে অবস্থিত বলে সঠিক উত্তর খ) ইসরাইল।

0
Updated: 1 day ago
DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবােধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
Created: 2 months ago
A
DE
B
ED
C
FG
D
GF
প্রশ্ন: DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবােধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I

এখানে, প্রতি জোড়া ঘর নির্দিষ্ট একটি Letter এর জন্য বরাদ্দ, এবং পরবর্তী জোড়ার letter টি আগের জোড়ার নির্দিষ্ট Letter এর পরের Letter বাদ দিয়ে হবে। যেমন প্রথম জোড়া D এর জন্য, এর পরের জোড়া E বাদ দিয়ে F এর জন্য, এর পরের জোড়া G বাদ দিয়ে H এর জন্য।
অন্যদিকে,
প্রতি ১জোড়ার প্রথম ঘরটি নির্দিষ্ট Letter ও তার আগের Letter নিয়ে গঠিত। যেমন: DC
আর ২য় ঘরটি নির্দিষ্ট Letter ও তার পরের Letter নিয়ে গঠিত। যেমন: DE
তাহলে,
২য় জোড়ার ১ম ঘর হবে, FE
২য় জোড়ার ২য় ঘর হবে, FG, যা ‘??’ চিহ্নিত স্থানে বসবে।
এবং
৩য় জোড়ার ১ম ঘর হবে, HG
৩য় জোড়ার ২য় ঘর হবে, HI
অন্যভাবে,
DC → DE এর ক্ষেত্রে,
D অপরিবর্তনীয় C ও E এর মধ্যে পার্থক্য ১ [কারণ C এরপর D; D এরপর E;
C ও E এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - D]
FE → FG এর ক্ষেত্রে,
F অপরিবর্তনীয় E ও G এর মধ্যে পার্থক্য ১ [কারণ E এরপর F; F এরপর G;
E ও G এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - F]
HG → HI এর ক্ষেত্রে,
H অপরিবর্তনীয় G ও I এর মধ্যে পার্থক্য ১ [কারণ G এরপর H; H এরপর I;
G ও I এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - H]
সুতরাং প্রশ্নবোধক স্থানে FG বসবে।

0
Updated: 2 months ago
বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
Created: 1 day ago
A
লালখান
B
লালপুর
C
রাজশাহী
D
বগুড়া
লালপুর হলো বাংলাদেশের উষ্ণতম স্থান, যা নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত। এখানে ১৯৬৫ সালে তাপমাত্রা ৪৪.০৮°C পর্যন্ত পৌঁছেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

0
Updated: 1 day ago
নদী ছাড়া ‘মহানন্দা’ কী?
Created: 1 day ago
A
তরমুজ
B
সরিষা
C
আম
D
কলা
নদী ছাড়াও ‘মহানন্দা’ একটি জনপ্রিয় আমের জাত হিসেবে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুস্বাদু ও বৈচিত্র্যময় জাতের আম উৎপন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত হলো—হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, সূর্যপরি ও মোহনভোগ।
এসব জাত স্বাদ, রঙ, আঁশ ও সংরক্ষণক্ষমতার দিক থেকে ভিন্নতর এবং দেশের অভ্যন্তরে ও রপ্তানির বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। আম বাংলাদেশের অন্যতম অর্থকরী ফল হিসেবেও বিবেচিত।

0
Updated: 1 day ago