কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?
A
লন্ডন
B
প্যারিস
C
সিঙ্গাপুর
D
নিউইয়র্ক
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি বিগ অ্যাপেল নামে সুপরিচিত। উল্লেখ্য প্যারিস আলোর শহর, সিঙ্গাপুর প্রচোর মুক্তা নামে সমাদৃত।

0
Updated: 1 day ago
কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
Created: 1 day ago
A
জটিল সার্জারি চিকিৎসায়
B
ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
C
নতুন জাতের বীজ উৎপাদনে
D
টেনিস বলের আকৃতি তৈরিতে
রোবটিক প্রযুক্তি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জটিল ও সূক্ষ্ম সার্জারিতে ব্যবহৃত হয়। এতে অস্ত্রোপচারের নিখুঁততা বাড়ে এবং রোগীর শরীরে ক্ষতির পরিমাণ কম হয়।

0
Updated: 1 day ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 2 months ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।
- Abundance- প্রাচুর্য
- Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।

0
Updated: 2 months ago
Created: 2 months ago
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35

0
Updated: 2 months ago