‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে?
A
আইজ্যাক নিউটন
B
অ্যালো হ্যাজেন
C
গ্যালিলিও
D
রামফোর্ড
উত্তরের বিবরণ
আলোর কণা তত্ত্বের জনক স্যার আইজ্যাক নিউটন। তার মতে কোন উজ্জ্বল বস্তু থেকে অসংখ্য আলোর কণা নির্গত হয় এবং তা আমাদের চোখে আঘাত করে যার ফলে ওই বস্তুটি আমাদের নিকট দৃশ্যমান হয়।

0
Updated: 1 day ago