বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? 

Edit edit

A

সেন্টমার্টিন 

B

সাতগ্রাম 

C

মুজিবনগর 

D

চৌদ্দগ্রাম

উত্তরের বিবরণ

img

সেন্টমার্টিন দ্বীপ

সেন্টমার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পুর্ব দিকে রয়েছে। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে প্রচুর নারিকেল থাকায় স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকে।

সেন্টমার্টিন দ্বীপের অবস্থান ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে।

সরকারি তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার এবং এটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত লম্বা। সময় নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৭.৩ কিলোমিটার এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার।

এ থেকে স্পষ্ট যে, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।


অন্য কয়েকটি ইউনিয়নের আয়তন

  • সাতগ্রাম (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার): আয়তন ৩২.৮২ বর্গ কিলোমিটার (১২.৬৭ বর্গ মাইল)।

  • মুজিবনগর ইউনিয়ন: আয়তন ৩০ বর্গ মাইল।

  • চৌদ্দগ্রাম পৌরসভা: আয়তন ১৮.১০ বর্গ কিলোমিটার।


এত বড় আয়তনের অন্য ইউনিয়নের সাথে তুলনা করলে, সেন্টমার্টিনই বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ, দৈনিক প্রথম আলো।

Unfavorite

0

Updated: 5 days ago

Related MCQ

বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? 

Created: 6 days ago

A

সেন্টমার্টিন 

B

লালপুর 

C

হিলি 

D

লালমোহন

Unfavorite

0

Updated: 6 days ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD