বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
A
ভারত
B
শ্রীলংকা
C
মায়ানমার
D
রাশিয়া
উত্তরের বিবরণ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন কয়েক ঘণ্টার মধ্যে ভারতও বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানের আনুষ্ঠানিক স্বীকৃতির খবর মুজিবনগর সরকারের কাছে পৌঁছার পর ভারত দ্রুত বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। যেহেতু প্রশ্নের অপশনে ভুটান না থাকায়, তাই উত্তর হিসেবে ভারত দেওয়া যায়।
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া কিছু উল্লেখযোগ্য দেশ
-
প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তা হলো আফ্রিকার সেনেগাল।
-
এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
-
এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৯৭২ সালের ৪ এপ্রিল স্বীকৃতি দেয়।
-
দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ভেনিজুয়েলা ২ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
ফ্রান্স ১৪ ফেব্রুয়ারি ১৯৭২ সালে স্বীকৃতি দেয়।
-
ব্রাজিল ১৫ মে ১৯৭২ সালে এবং আর্জেন্টিনা ২৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যের উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়, বঙ্গভবনের শতবর্ষ, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ‘বাংলাদেশের তারিখ’, এবং প্রথম আলো।
0
Updated: 3 months ago
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
Created: 3 months ago
A
১ জুলাই, ১৯৯১
B
১ জুলাই, ১৯৯৩
C
১ জুলাই, ১৯৯৫
D
১ জানুয়ারি, ১৯৯৬
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
মূল্য সংযোজন কর বা ভ্যাট হলো একটি ধরনের পরোক্ষ কর যা পণ্যের উৎপাদন ও বিক্রয় চক্রের প্রতিটি ধাপে যুক্ত হয়।
-
বাংলাদেশে এই কর ব্যবস্থা চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই থেকে।
-
পরবর্তীতে, ২০১২ সালে ভ্যাট আইন সংশোধিত হয়ে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ প্রণয়ন করা হয়, যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর করা হয়েছে।
তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
Created: 1 month ago
A
১৯,০০০ হেক্টর
B
২৩,০০০ হেক্টর
C
২৭,০০০ হেক্টর
D
৩১,০০০ হেক্টর
এই তথ্যগুলো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (BBS) অনুযায়ী আদৌ করা হয়েছে; নিচের সংখ্যাগুলো সেই প্রতিবেদনের প্রতিলিপি — মূল তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে। (BBS Portal)
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর।
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (Bangladesh Bureau of Statistics) এবং কৃষি মন্ত্রণালয়ের সামারি পাতা। (BBS Portal)
(আপনি চাইলে আমি এই সংখ্যাগুলো আরও সাম্প্রতিক প্রকাশনা বা অন্য উৎস দিয়ে যাচাই করে সংক্ষেপ-টীকা যোগ করতে পারি।)
0
Updated: 1 month ago
বিজিএমইএ এর বর্তমান সভাপতি কে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
খন্দকার রফিকুল ইসলাম
B
রুবানা হক
C
ইনামুল হক খান
D
মাহমুদ হাসান খান
বর্তমানে মাহমুদ হাসান খান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত এবং ২০২৫–২০২৭ মেয়াদে বিজিএমইএ-এর নেতৃত্বে এসেছেন। (BSS)
বিজিএমইএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বিজিএমইএ-এর পূর্ণরূপ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
-
এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম ট্রেড অ্যাসোসিয়েশন।
-
সংগঠনটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং কারখানায় সামাজিক সম্মতি প্রতিষ্ঠার মাধ্যমে পোশাক শিল্পের উন্নয়নে কাজ করে আসছে।
-
বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে ব্র্যান্ড ও উন্নয়ন অংশীদারসহ স্থানীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করে।
-
বর্তমানে বিজিএমইএ-এর নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা প্রায় চার হাজার।
0
Updated: 1 month ago