আধুনিক বস্তুবাদীরা মূলত বিজ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তাধারাকেই সত্য ও জ্ঞানের একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করে। তাদের মতে, পৃথিবীর সব কিছুই বস্তুমূলক ও প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয়; অতএব বাস্তবতার ব্যাখ্যা দিতে অতিপ্রাকৃত বা ইন্দ্রিয়াতীত কোনো সত্তার প্রয়োজন নেই। তারা বিশ্বাস করে, জগতের প্রতিটি ঘটনা কারণ-নির্ভর, এবং তা পর্যবেক্ষণ, পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে বোঝা সম্ভব। ফলে আধুনিক বস্তুবাদী চিন্তা মানুষকে অন্ধবিশ্বাস বা ধর্মীয় নির্ভরতা থেকে মুক্ত করে যুক্তি ও বিজ্ঞানের আলোকে বাস্তবতা অনুধাবনের পথে পরিচালিত করে।
অস্তিত্ববাদ হলো একটি-
A
দার্শনিক আন্দোলন
B
দার্শনিক মতবাদ
C
ব্যক্তিগত আন্দোলন
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
অস্তিত্ববাদ (Existentialism) একটি আধুনিক দার্শনিক আন্দোলন, যা বিশেষ করে প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপে ব্যাপকভাবে বিকশিত হয়। যুদ্ধের বিভীষিকা ও মানবিক সংকটে বিশ্বজুড়ে মানুষ যখন হতাশা, নিরাশা ও মূল্যবোধের অবক্ষয়ে নিমজ্জিত, তখন এই দর্শন নতুন চিন্তার দিক নির্দেশ করে।
তৎকালীন পাশ্চাত্য দর্শনের স্থিরতা ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অস্তিত্ববাদ তীব্র সমালোচনার জন্ম দেয়। এটি মানুষের অস্তিত্ব, স্বাধীনতা, দায়িত্ব ও জীবনের অর্থ নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
এই চিন্তাধারা প্রথমে কিছু দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, সাহিত্যিক ও নাট্যকারের রচনার মাধ্যমে প্রকাশ পায় এবং ক্রমে এক দার্শনিক আন্দোলনে (Philosophical Movement) রূপ নেয়। অস্তিত্ববাদের মূল বক্তব্য— মানুষ নিজের অস্তিত্বের অর্থ নিজেই নির্ধারণ করে, এবং এই আত্মনির্ধারণের মধ্য দিয়েই জীবনের প্রকৃত মূল্য প্রকাশ পায়।

0
Updated: 19 hours ago
Related MCQ
অন্তর্নিহিত মূল্য হলো-
Created: 5 hours ago
A
যা বহ্যিক মূল্যে মূল্যবান
B
নিজ গুণে মূল্যবান
C
বাজারের মূল্যে মূল্যবান
D
প্রতিবেশির মূল্যে মূল্যবান
যার মূল্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে না এবং যা নিজ গুণেই মূল্যবান, তাকে বলা হয় স্বতঃমূল্য বা অন্তর্নিহিত মূল্য। এই ধরনের মূল্য নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই শ্রদ্ধার যোগ্য ও গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

0
Updated: 5 hours ago
দর্শনের কোন্ শাখা জ্ঞানের প্রকৃতি, উৎস, সীমাবদ্ধতা ও বৈধতা নিয়ে আলোচনা করে?
Created: 6 hours ago
A
অধিবিদ্যা
B
জ্ঞানবিদ্যা
C
নীতিবিদ্যা
D
যুক্তিবিদ্যা
জ্ঞান হলো এমন এক সত্য বিশ্বাস, যা যুক্তিসঙ্গত প্রমাণ ও দৃঢ় যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। একে পুরোপুরি বুঝতে হলে এর উৎপত্তি, স্বরূপ, শর্ত ও সীমা বিশ্লেষণ করা প্রয়োজন। এই বিশ্লেষণই করা হয় জ্ঞানবিদ্যায় (Epistemology)।
Knowledge is a true belief established on the basis of rational evidence and sound reasoning. To understand it fully, one must analyze its origin, nature, conditions, and limits. Such analysis is done in Epistemology.

0
Updated: 6 hours ago
আধুনিক বস্তুবাদীরা সাধারণত কীসের উপর বেশি নির্ভর করে?
Created: 1 day ago
A
ব্যক্তিগত চিন্তা
B
অধ্যাত্মিক অভিজ্ঞতা
C
বিজ্ঞান ও যুক্তি
D
ধর্মীয় বিশ্বাস

0
Updated: 1 day ago