Which sentence is correct?
A
The picture was hanged on the wall.
B
The picture was hung on the wall.
C
The picture was hunged on the wall.
D
The picture had hanged on the wall.
উত্তরের বিবরণ
Mary Wollstonecraft ছিলেন ১৮ শতকের একজন প্রগতিশীল ব্রিটিশ লেখিকা ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। তাঁর প্রসিদ্ধ রচনা “A Vindication of the Rights of Woman” (১৭৯২) নারীর শিক্ষা, সমাজে সমান অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে এক যুগান্তকারী প্রবন্ধ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। এখানে তিনি যুক্তি দিয়েছেন যে নারীদেরও পুরুষদের মতো সমান সুযোগ ও শিক্ষার অধিকার থাকা উচিত।
মূল পয়েন্টগুলো হলো—
-
Mary Wollstonecraft (পূর্ণ নাম Mary Wollstonecraft Godwin) ছিলেন একজন ইংরেজ দার্শনিক, শিক্ষাবিদ ও লেখিকা।
-
তিনি “A Vindication of the Rights of Woman” গ্রন্থে নারীশিক্ষা ও সমতার পক্ষে যুক্তি দিয়েছেন, যা আধুনিক নারীবাদী চিন্তাধারার ভিত্তি স্থাপন করে।
-
গ্রন্থটি ১৭৯২ সালে প্রকাশিত হয় এবং এটি ছিল সমাজে প্রচলিত নারীবিদ্বেষী ধারণার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।
-
তার অন্যান্য গুরুত্বপূর্ণ রচনাগুলোর মধ্যে রয়েছে “Letters Written During a Short Residence in Sweden, Norway, and Denmark” এবং “Maria; or, The Wrongs of Woman”।
-
Mary Wollstonecraft-এর স্বামী ছিলেন দার্শনিক William Godwin, এবং তাদের কন্যা Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা হিসেবে বিশ্বখ্যাত।
-
যদিও তার পূর্ণ নাম Mary Wollstonecraft Godwin, সাহিত্যিক পরিচয়ে তিনি সাধারণত Mary Wollstonecraft নামেই পরিচিত।
এই রচনার গুরুত্ব হলো— এটি প্রথমদিকের Feminist Manifesto হিসেবে নারীর চিন্তা, শিক্ষা ও আত্মমর্যাদাকে স্বীকৃতি দেয় এবং পরবর্তী প্রজন্মের নারীবাদী আন্দোলনের বৌদ্ধিক ভিত্তি স্থাপন করে।

0
Updated: 20 hours ago
Which one is the correct sentence?
Created: 2 weeks ago
A
You, he and me are good friends.
B
You, him and I are good friends.
C
He, you and I are good friends.
D
You, he and I are good friends.
সঠিক উত্তর হলো You, he and I are good friends. এখানে pronoun ব্যবহারের নিয়ম অনুসরণ করা হয়েছে। বিস্তারিতভাবে ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
I, You এবং He হলো Personal Pronoun এর উদাহরণ।
-
যখন First person, Second person এবং Third person একই বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো বসানোর নির্দিষ্ট ক্রম থাকে।
-
নিয়ম অনুযায়ী, প্রথমে Second person, তারপর Third person এবং শেষে First person বসে।
-
এই নিয়মকে সংক্ষেপে 231-order বলা হয়।
-
উল্লিখিত অন্যান্য অপশনে (ক) ও (খ)-এ ভুল ছিল। Verb এর আগে সবসময় Pronoun এর Subjective form ব্যবহার করতে হয়। তাই Me এর পরিবর্তে I এবং Him এর পরিবর্তে He ব্যবহার করতে হবে।
-
(গ) অপশনে সঠিকভাবে Pronoun এর ক্রম মেনে লেখা হয়েছে। তাই সঠিক উত্তর হলো You, he and I are good friends.

0
Updated: 2 weeks ago
Rina and ... are going to the market.
Created: 5 months ago
A
I
B
Me
C
Mine
D
Myself
Coming

0
Updated: 5 months ago
What will be the correct preposition to complete the sentence? 'I am not bad ____ tennis'.
Created: 4 months ago
A
in
B
at
C
about
D
with
• Bad at something:
English meaning: These words describe a person who lacks skill in doing something.
• The word with the broadest use is bad. You can be bad at something or bad at doing something.
Example: We’re really bad at predicting future costs.
• দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
যেমনঃ
He is bad/good at cricket. [a bad/good player]
Running is bad/good for you. [unhealthy/healthy]
I am not bad at tennis.
He is good at chess.
Complete sentence: I am not bad at tennis.
Source: Cambridge Dictionary.

0
Updated: 4 months ago