"Rubiyat of Khayyam" is attributed to
A
Edward FitzGerald
B
Scott Fitzgerald
C
Thomas Fitzgerald
D
William Fitzgerald
উত্তরের বিবরণ
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক অনন্য কাব্যগ্রন্থ, যা মূলত Edward Fitzgerald-এর রচনা। যদিও এটি পারস্যের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও কবি ওমর খৈয়ামের রুবাই (quatrains) থেকে অনুপ্রাণিত,
এটি সরাসরি অনুবাদ নয়; বরং Fitzgerald মূল ধারণা ও ভাবনাগুলোকে ভিত্তি করে একটি মৌলিক ইংরেজি রূপ দিয়েছেন। এর কাব্যিক ভাষা, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর ভাবনা একে ক্লাসিক মর্যাদায় উন্নীত করেছে।
রচনাটি Edward Fitzgerald কর্তৃক রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
-
এটি ওমর খৈয়ামের রুবাই থেকে প্রেরণা নিয়ে লেখা, তবে পুরোপুরি অনুবাদ নয়; একটি সৃষ্টিশীল adaptation বলা যায়।
-
The Rubaiyat of Omar Khayyam ইংরেজি সাহিত্যের অন্যতম সর্বাধিক উদ্ধৃত lyric poem।
-
এর অনেক বাক্যাংশ ইংরেজি ভাষায় প্রবাদ বা common usage হিসেবে ব্যবহৃত হয়।
-
বইটির ইংরেজি সংস্করণের সঙ্গে যুক্ত রয়েছে “the Astronomer-Poet of Persia” বাক্যটি, যা ওমর খৈয়ামকে নির্দেশ করে।
-
Fitzgerald ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক ছিলেন এবং Trinity College, Cambridge-এ শিক্ষালাভ করেন, যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন William Makepeace Thackeray।
এইসব বৈশিষ্ট্যের কারণে The Rubaiyat of Omar Khayyam কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং পূর্ব ও পশ্চিমের ভাবধারার এক অসাধারণ মেলবন্ধন হিসেবে বিবেচিত।

0
Updated: 20 hours ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Voluptuous
B
Temperament
C
Supercillious
D
Sanctimonious
• The misspelled word is — গ) Supercillious
-
The correct spelling is Supercilious.
• Supercilious (Adjective)
-
English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত
• Other options:
-
ক) Voluptuous (Adjective) — ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
-
খ) Temperament (Noun) — শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ
-
ঘ) Sanctimonious (Adjective) — লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
In which play does the character Iago appear?
Created: 2 months ago
A
As You Like It
B
King Lear
C
The Merchant of Venice
D
Othello
সঠিক উত্তর: ঘ) Othello
বিস্তারিত ব্যাখ্যা:
Othello:
-
রচনা করেছেন William Shakespeare।
-
এটি একটি tragedy।
-
মূল চরিত্র: Othello, ভেনিসের একজন সেনাপতি।
-
Desdemona হলো নায়িকা।
-
Iago হলো নাটকের প্রধান villain, যিনি Othello-কে প্ররোচিত করে Desdemona-এর প্রতি অতিরিক্ত সন্দেহ তৈরি করতে।
-
নাটকটি মানুষের ইর্ষা, বিশ্বাসঘাতকতা, এবং সামাজিক অবস্থার প্রভাব নিয়ে লেখা।
Important characters:
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
English poet, dramatist এবং actor।
-
পরিচিতি: "Bard of Avon" বা "Swan of Avon"
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnets।

0
Updated: 2 months ago
Which of the following pairs represents an incorrect antonym?
Created: 1 month ago
A
Squander: Conserve
B
Lucrative: Unfavorable
C
Scuttle: Slowness
D
Vituperative: Invective
• The incorrect antonym pair is — ঘ) Vituperative: Invective
-
Vituperative (গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ) এবং Invective (দুর্বাক্য; কটুকাটব্য; গালিগালাজ) পরস্পর সমার্থক, বিপরীতার্থক নয়।
• Other options:
-
ক) Squander ((সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা) ↔ Conserve (সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা)
-
খ) Lucrative (লাভজনক; আর্থিকভাবে লোভনীয়) ↔ Unfavorable (প্রতিকূল; অসন্তোষজনক)
-
গ) Scuttle (দ্রুত প্রস্থান; তড়িঘড়ি করে পালানো) ↔ Slowness (ধীর; মন্থর)
-
এই শব্দগুলো পরস্পর বিপরীতার্থক (antonyms)।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago