Select the sentence in which 'better' is an adverb.
A
We're helping for better weather tomorrow.
B
Sound travels better in water than in air.
C
It's hard to decide which one is better.
D
He joined the gym to better his health.
উত্তরের বিবরণ
বাক্যটি “Sound travels better in water than in air.”-এ better শব্দটি ক্রিয়া travels-কে বর্ণনা করছে, তাই এটি একটি adverb। শব্দটি এখানে জানাচ্ছে যে sound কীভাবে ভ্রমণ করে — অর্থাৎ পানিতে বায়ুর তুলনায় আরও দক্ষ বা মসৃণভাবে।
মূল বিশ্লেষণ:
-
‘Better’ শব্দটি এখানে ক্রিয়ার কার্যকারিতা বা quality বোঝাচ্ছে, তাই এটি verb modifier হিসেবে কাজ করছে।
-
ইংরেজিতে ‘better’ adverb হিসেবে ব্যবহৃত হলে কোনো কাজ আগের তুলনায় আরও ভালো বা দক্ষভাবে সম্পন্ন হওয়া বোঝায়।
-
বাংলায় এর অর্থ হয় “ভালোভাবে”, “আরও সুন্দরভাবে” বা “অধিক কার্যকরভাবে”।
উদাহরণ:
-
She sings much better than I do.
-
Sound travels better in water than in air.
অন্যান্য বিকল্পগুলির ব্যাখ্যা:
-
ক) We’re hoping for better weather tomorrow.
-
এখানে better একটি adjective, যা weather নামক noun-কে বর্ণনা করছে।
-
-
গ) It’s hard to decide which one is better.
-
এই বাক্যে better একটি adjective, যা “which one”-এর গুণ বোঝাচ্ছে এবং is-এর পরে complement হিসেবে এসেছে।
-
-
ঘ) He joined the gym to better his health.
-
এখানে better একটি verb, যার অর্থ “উন্নত করা” বা to improve।
-

0
Updated: 20 hours ago
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is -
Created: 4 weeks ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Co-ordinate clause
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is - Noun Clause.
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
Noun Clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে - অর্থাৎ - বাক্যে subject/ object/ complement/ appositive হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
• যে Noun Clause পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা প্রদান করে, তাকে Appositive বা Case in Apposition বলে।
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে;
2. transitive verb এর object হিসেবে;
3. Linking verb এরপরে complement হিসাবে;
4. Preposition এর পরে।

0
Updated: 4 weeks ago
Her return to Bangladesh is uncertain.
The underlined phrase is -
Created: 3 weeks ago
A
Adjective Phrase
B
Adverb Phrase
C
Noun Phrase
D
Prepositional Phrase
• Correct answer: Noun Phrase
Analysis of the sentence:
-
Sentence: Her return to Bangladesh is uncertain.
-
Subject: "Her return to Bangladesh"
-
Reasoning:
-
"Return" is a noun, and "Her" is a possessive determiner specifying whose return.
-
"To Bangladesh" is a prepositional phrase modifying "return."
-
Together, the phrase functions as a single noun unit, representing the subject of the sentence.
-
Why not other options:
-
Adjective Phrase: No, it is not modifying a noun.
-
Adverb Phrase: No, it is not modifying a verb, adjective, or adverb.
-
Prepositional Phrase: No, although "to Bangladesh" is a prepositional phrase, the entire phrase is a noun phrase.

0
Updated: 3 weeks ago
"She is very good ___ playing the piano"
Which preposition is most appropriate to complete the sentence?
Created: 1 month ago
A
in
B
at
C
on
D
with

0
Updated: 1 month ago