Who wrote the two famous novels, 'David Copperfield' and 'The Tale of two Cities'?
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
উত্তরের বিবরণ
'Charles Dickens' wrote the two famous novels, 'David Copperfield' and 'The Tale of two Cities'
• David Copperfield:
- উপন্যাসটির পুরো নাম: The Personal History of David Copperfield.
- পূর্নাঙ্গ বই আকারে এটি প্রকাশিত হয় ১৮৫০ সালে।
- লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। তিনি এটাকে আখ্যায়িত করতেন তার “favorite child.” হিসেবে।
- The work is semi-autobiographical বা আত্মজীবনী মূলক উপন্যাস। এই উপন্যাস লেখার প্রেরণা লেখক তার নিজের জীবন থেকেই সংগ্রহ করেছিলেন।
কাহিনীর সময়কাল হিসেবে দেখানো হয়েছে রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথমদিকের সময়।
• Short Summary:
- উপন্যাসে দেখা যায় মাঝ বয়সী David Copperfield তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করছে। David এর বাবা মারা যায় তার জন্মের আগেই। তার মা Mrs. Clara Copperfield আবার বিয়ে করে। আট বছর বয়সে তার ঠিকানা হয় বোর্ডিং স্কুলে। বোর্ডিং হাউজটির নাম ছিল Salem House.
- David Copperfield এর সাথে খুব ভাল সম্পর্ক ছিল তাদের বাড়ীর গৃহ পরিচারিকা Peggotty এর। Peggotty এর বাড়ীতেও যায় সে বোর্ডিং স্কুলে যাবার আগে। তার জীবনের অন্যতম সেরা একটি সময় ছিল সেখানে কাটানো সময়গুলো।
- বোর্ডিং স্কুলে তার দুইজন খুব ভালো বন্ধু হয়। তারা হল, Tommy Traddles এবং Steerforth.
• Characters:
- Uriah Heep,
- Peggotty,
- James Steerforth,
- David Copperfield,
- Wilkins Micawber,
- Edward Murdstone,
- Aunt Betsey Trotwood,
- Dora Spenlow, etc.
----------------------------
• A Tale of Two Cities:
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।
• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.
• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ -
- “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” (First Line)
- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (last Line)
• Charles Dickens:
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.
• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers, etc.
Source: Live MCQ lecture and Britannica.com

0
Updated: 1 month ago
Paris city is found a living being in which authors writings?
Created: 1 week ago
A
Charles Dickens
B
James Joyce
C
Winston Churchill
D
Thomas Hardy
‘Paris city’ is depicted as a living being in Charles Dickens’ works.
-
In his Victorian historical novel A Tale of Two Cities (1859), Dickens presents Paris and London not just as cities but almost as living characters.
-
Against the backdrop of the French Revolution, he portrays Paris with its tension, unrest, and bloody history, giving it a vivid, lifelike presence.
• Charles Dickens (1812-1870)
-
Prominent Victorian-era English novelist.
-
Full name: Charles John Huffam Dickens.
-
Widely regarded as the greatest novelist of the Victorian period.
-
Gained popularity in his lifetime for novels such as A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, and Our Mutual Friend.
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Source: Britannica

0
Updated: 1 week ago
In which form was Great Expectations first published?
Created: 1 week ago
A
Three-volume book
B
Weekly serial in All the Year Round
C
Monthly magazine serial
D
Standalone novel in 1861
বাংলা ব্যাখ্যা: Great Expectations প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালের ডিসেম্বরে থেকে ১৮৬১ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে, Dickens-এর নিজস্ব পত্রিকা All the Year Round-এ। পরবর্তীতে এটি ১৮৬১ সালে তিন খণ্ডের বই আকারে বের হয়। Dickens এভাবে উপন্যাস প্রকাশ করে পাঠকের উত্তেজনা ধরে রেখেছিলেন। প্রতিটি অধ্যায় পাঠককে আগ্রহী করে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করতে বাধ্য করত। সিরিয়াল ফরম্যাটই Dickens-কে জনমানসে জনপ্রিয় করে তোলে এবং তাঁর লেখনীকে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। তাই এই প্রশ্নে শুধু সাহিত্য নয়, প্রকাশনা ইতিহাস সম্পর্কেও জানা যায়।

0
Updated: 1 week ago
What theme does Pip and Estella’s reunion show?
Created: 1 week ago
A
Hatred
B
Forgiveness and change
C
Pride
D
Revenge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয়। তারা উভয়েই জীবনে ভোগান্তি পেরিয়ে মানবিক হয়েছে। Dickens পাঠককে শেখান, ক্ষমা ও পরিবর্তনই জীবনের শেষ শিক্ষা।

0
Updated: 1 week ago