'We know that the earth is a planet'. The underlined part is a/an-
A
noun clause
B
adverbial clause
C
adjective clause
D
principal clause
উত্তরের বিবরণ
এখানে “that the earth is a planet” অংশটি ‘know’ verb-এর object হিসেবে কাজ করছে। তাই এটি একটি Noun Clause। এ ধরনের clause বাক্যে noun-এর কাজ করে এবং মূলত subject, object, complement বা apposition হিসেবে ব্যবহৃত হয়।
Noun clause হলো এমন subordinate clause যা বাক্যে একটি noun-এর মতো ভূমিকা পালন করে। অর্থাৎ এটি subject, object, complement, বা case in apposition হিসেবে কাজ করতে পারে।
-
এই clause তখন ব্যবহৃত হয় যখন একটি single word noun কোনো ধারণা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না।
-
প্রদত্ত বাক্যে “We know that the earth is a planet”- এখানে ‘that the earth is a planet’ অংশটি ‘know’ ক্রিয়ার object হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে এটি একটি noun clause।
মূল পয়েন্টসমূহ:
-
Noun clause বাক্যে subject হিসেবে কাজ করতে পারে।
উদাহরণ: That he has much money is known to all. -
এটি object হিসেবে ব্যবহৃত হতে পারে।
উদাহরণ: I know that he has done it. -
কখনো complement হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণ: This is what I said. -
Preposition-এর object হিসেবেও থাকতে পারে।
উদাহরণ: I cannot understand the meaning of what he said. -
কোনো noun বা pronoun-এর apposition হিসেবেও কাজ করে।
উদাহরণ: The fact that he is a thief is clear to all.
এইভাবে দেখা যায়, “that the earth is a planet” অংশটি একটি পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করে এবং ‘know’ verb-এর অর্থ সম্পূর্ণ করে, তাই এটি একটি Noun Clause (Object Clause)।

0
Updated: 20 hours ago
They explained what had happened.
Here, the underlined clause is a/ an -
Created: 1 week ago
A
Adverbial Clause
B
Adjective Clause
C
Noun Clause
D
None of these
Noun Clause হলো এমন একটি subordinate clause, যা বাক্যে noun-এর মতো কাজ করে, অর্থাৎ subject, object, complement বা case in apposition হিসেবে ব্যবহৃত হয়।
-
ব্যবহার:
-
Verb-এর subject হিসেবে
-
Verb-এর object হিসেবে
-
Object-এর complement হিসেবে
-
Complement দুই প্রকার:
-
Subjective Complement
-
Objective Complement
-
-
-
Preposition-এর object হিসেবে
-
-
যখন Noun Clause verb-এর object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি সাধারণত That, Wh-words (what, when, where, whom, why, whether, how) বা if দিয়ে শুরু হয়।
Example: প্রদত্ত sentence: They explained what had happened.
-
এখানে “what had happened” হলো Noun Clause, যা verb “explained” এর object হিসেবে কাজ করছে।
-
যদি Noun Clause transitive verb-এর object হিসেবে That দিয়ে শুরু হয়, তবে বাক্যে That প্রায়ই বাদ দেওয়া যায়।
Conclusion: They explained what had happened.
-
Underlined clause: Noun Clause

0
Updated: 1 week ago
I do not understand why she is distressed. Here, the underlined clause is a/ an-
Created: 1 month ago
A
Prepositional Clause
B
Adjective Clause
C
Adverbial Clause
D
Noun Clause
Correct Answer: I do not understand why she is distressed.
-
এখানে underlined clause – "why she is distressed" একটি Noun Clause।
Reasoning:
-
Clause টি why দিয়ে শুরু হয়েছে এবং এটি মূল verb understand এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
নিয়ম অনুযায়ী, যখন কোনো Noun Clause transitive verb এর object হয়, তখন তা সাধারণত that / wh-word (what, when, where, whom, why, how, whether, if) দিয়ে শুরু হয়।
-
উদাহরণ:
-
I know that she is honest.
-
I do not understand why she is distressed.
-
Noun Clause এর সংজ্ঞা:
যে সব Subordinate Clause বাক্যে Noun এর কাজ করে— অর্থাৎ Subject, Object, Complement বা Case in Apposition হিসেবে ব্যবহৃত হয়—তাকে Noun Clause বলে।
ব্যবহার:
-
Subject হিসেবে
-
What you said is true.
-
-
Verb এর Object হিসেবে
-
I know that she is honest.
-
-
Complement হিসেবে
-
The fact is that he is innocent.
-
-
Preposition এর Object হিসেবে
-
He is worried about what people say.
-
Special Note:
-
Noun Clause যখন transitive verb এর Object হয় এবং that দিয়ে শুরু হয়, তখন সাধারণত that বাদ দেওয়া যায়।
-
I think (that) he is right.
-
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 1 month ago
Can you explain why the project failed?
Here, is the underlined clause a/ an -
Created: 1 month ago
A
Adjective Clause
B
Adverbial Clause
C
Noun Clause
D
Prepositional Clause
Noun Clause
সংজ্ঞা:
যে Subordinate Clause Noun-এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Case in Apposition-এর কাজ সম্পাদন করে, তাকে Noun Clause বলা হয়।
Noun Clause-এর ব্যবহার
-
Verb-এর Subject হিসেবে
-
Verb-এর Object হিসেবে
-
Object-এর Complement হিসেবে
-
Complement দুই প্রকার:
-
Subjective Complement
-
Objective Complement
-
-
-
Verb-এর Subject-এর Complement হিসেবে
-
Preposition-এর Object হিসেবে
বিশেষ নিয়ম
-
Noun Clause যখন verb-এর Object হিসেবে কাজ করে, তখন এটি সাধারণত That অথবা Wh-word (what, when, where, whom, why, whether, how) এবং if দিয়ে শুরু হয়।
-
যদি Noun Clause transitive verb-এর Object হিসেবে That দিয়ে শুরু হয়, তবে সাধারণত That বাদ দেওয়া যায়।
উদাহরণ
-
Can you explain why the project failed?
-
এখানে 'why the project failed' হলো Noun Clause, যা verb explain এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Noun Clause Why দ্বারা শুরু হয়েছে এবং Object হিসেবে কাজ করছে।
-

0
Updated: 1 month ago