How many main institutions does the World Bank Group have?
A
3
B
4
C
5
D
6
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) কে বোঝায় এবং এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রধান তথ্যগুলো হলো:
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬।
-
সদস্য সংখ্যা: বর্তমান ১৮৯টি দেশ।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হন।
-
প্রধান অঙ্গসংস্থা (৫টি):
-
IBRD – International Bank for Reconstruction and Development
-
IDA – International Development Association
-
IFC – International Finance Corporation
-
MIGA – Multilateral Investment Guarantee Agency
-
ICSID – International Centre for Settlement of Investment Disputes
-

0
Updated: 20 hours ago