"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
A
desire
B
hope
C
dream
D
wish
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 1 month ago
Your conduct admits ________ no excuse.
Created: 1 month ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Fill in the blank of the following sentence with the right form of verb. If I ____ a king!
Created: 4 weeks ago
A
am
B
was
C
were
D
shall be
Subjunctive Mood
-
এই বাক্যটি একটি অবিশ্বাস্য বা কাল্পনিক শর্ত (unreal condition) বোঝাতে ব্যবহার করা হয়েছে।
-
ইংরেজি ব্যাকরণে, যদি কোনো শর্ত কাল্পনিক হয় এবং বর্তমান বা ভবিষ্যৎ সময় বোঝায়, তখন আমরা Subjunctive Mood ব্যবহার করি।
মূল নিয়ম:
-
Subjunctive Mood-এ, "I" এর সাথেও আমরা সাধারণ "was" এর পরিবর্তে were ব্যবহার করি।
উদাহরণ:
-
Complete sentence: If I were a king!
-
অর্থ: "যদি আমি একজন রাজা হতাম!"
কবে ব্যবহার হয় Subjunctive Mood?
-
কোনো ইচ্ছা বা কল্পিত পরিস্থিতি বোঝাতে।
-
উদাহরণ: I wish I were taller.
-
-
পরামর্শ বা প্রস্তাব জানাতে।
-
উদাহরণ: I suggest that he study more.
-
-
কাল্পনিক বা সম্ভাব্য না এমন শর্ত প্রকাশ করতে।
-
উদাহরণ: If I were you, I would apologize.
-
Subjunctive Mood ব্যবহার করা হয় যখন আমরা এমন কিছু বলি যা বাস্তব নয়, অবিশ্বাস্য, বা কেবল কাল্পনিক। এটি সাধারণত "wish," "suggest," "recommend," বা "if" এর পরে আসে।
সূত্র: Murphy, R. (2019). English Grammar in Use (5th Edition). Cambridge University Press.

0
Updated: 4 weeks ago
The bad news struck him like a bolt from the________.
Created: 1 month ago
A
sky
B
heavens
C
firmament
D
blue
সঠিক উত্তর: blue
সম্পূর্ণ বাক্য: The bad news struck him like a bolt from the blue.
বাংলা অর্থ: খারাপ খবরটি তাকে হঠাৎ করে খুবই আশ্চর্যের সঙ্গে আঘাত করেছিল।
Bolt from the blue মানে কী?
English Meaning 1: A sudden and unexpected event or news.
Bangla Meaning 1: হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা খবর, যা একদমই অপ্রত্যাশিত।
Example Sentence:
-
The news of his accident was like a bolt from the blue.
-
(তার দুর্ঘটনার খবরটি ছিল একেবারে অপ্রত্যাশিত।)
English Meaning 2: A complete surprise.
Bangla Meaning 2: একদম বিস্ময়কর বা চমকে যাওয়ার মতো কোনো কিছু।
Example Sentence:
-
The job came like a bolt from the blue.
-
(চাকরিটা একেবারে হঠাৎ করেই হয়ে গেল – এটি ছিল খুব বিস্ময়ের বিষয়।)
উৎস: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago