"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
A
desire
B
hope
C
dream
D
wish
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 5 days ago
__________ others is a great deed.
Created: 5 days ago
A
To help
B
Help
C
To helping
D
To have helped
নিশ্চিত উত্তর: ক) To help
সম্পূর্ণ বাক্য: To help others is a great deed.
বাংলায় অর্থ: অন্যদের সাহায্য করা একটি মহান কাজ।
• এই বাক্যে "To help others" হলো subject, অর্থাৎ বাক্যের বিষয়বস্তু। এখানে infinitive (to + verb) ফর্ম ব্যবহার করা হয়েছে।
• যখন subject হিসেবে verb ব্যবহার করা হয়, তখন সাধারণত "to + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।
অন্য অপশনগুলো দেখে নেওয়া যাক:
খ) Help:
→ শুধু verb-এর base form; subject হিসেবে এটি ভুল, কারণ subject-এ "to" ছাড়া verb আসে না।
গ) To helping:
→ ভুল ব্যবহার, কারণ “to” এর পর verb-এর base form (to + verb) থাকা উচিত, gerund (verb + ing) নয়।
ঘ) To have helped:
→ এটি perfect infinitive, তবে এখানে simple infinitive দরকার।
সারসংক্ষেপ:
Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম (infinitive) ব্যবহার করতে হবে।
যেমন, "To help others is good."
Infinitive কি?
Infinitive হলো verb-এর একটি ফর্ম, যা সাধারণত "to + verb" আকারে থাকে এবং বাক্যে subject বা object হিসেবে কাজ করে।
যেমন:
-
I want to eat.
-
To read books is fun.
Infinitive দুই ধরনের:
১) To-সহ infinitive: যেমন to go, to play, to help
২) To-বিহীন infinitive (bare infinitive): সাধারণত কিছু বিশেষ verb যেমন let, make, help ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
যেমন: I helped them study.
সংক্ষেপে: Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম সঠিক। তাই এখানে সঠিক উত্তর হলো: To help

0
Updated: 5 days ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 week ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 week ago
The Second World War broke _____ in September, 1939.
Created: 1 week ago
A
through
B
away
C
out
D
in
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 week ago