The Treaty of Westphalia was signed in-
A
1618
B
1638
C
1648
D
1649
উত্তরের বিবরণ
ওয়েস্টফেলিয়া চুক্তি ১৬৪৮ সালে ত্রিশ বছরের দীর্ঘ ধর্মীয় যুদ্ধের পর ইউরোপের বিপর্যস্ত সব দেশের প্রতিনিধিদের সমঝোতায় গঠিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি। এই চুক্তির মাধ্যমে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে। প্রধান বিষয়গুলো হলো:
-
১৬৪৮ সালের ২৪ অক্টোবর ওয়েস্টফেলিয়া চুক্তি সম্পাদিত হয় এবং ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত যুদ্ধের অবসান ঘটে।
-
এটি ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
-
চুক্তির মাধ্যমে ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়।
-
চুক্তিতে নির্ধারিত ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

0
Updated: 20 hours ago