A person who leaves his/her own country to settle permanently in another is called a/an-
A
immigrant
B
expatriate
C
emigrant
D
migrant
উত্তরের বিবরণ
“Emigrant” শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের দেশ স্থায়ীভাবে ত্যাগ করে অন্য দেশে বসবাসের জন্য যান। অর্থাৎ, তিনি নিজ দেশের দৃষ্টিকোণ থেকে একজন emigrant। আবার যেই দেশে তিনি যান, সেই দেশের দৃষ্টিকোণ থেকে তিনি immigrant।
এই দুই শব্দের পার্থক্য বোঝার জন্য উভয়ের অবস্থান বুঝে নেওয়া জরুরি। এছাড়াও “expatriate” ও “migrant” শব্দগুলিও প্রাসঙ্গিকভাবে ব্যবহৃত হয়, তবে অর্থে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
Emigrant হলো সেই ব্যক্তি, যিনি নিজের দেশ ত্যাগ করে স্থায়ীভাবে অন্য দেশে বসবাস শুরু করেন। (Example: He is an emigrant from Bangladesh.)
-
Immigrant বোঝায় সেই ব্যক্তিকে, যিনি অন্য দেশ থেকে এসে নতুন দেশে স্থায়ীভাবে বসবাস করেন। (Example: She is an immigrant to Canada.)
-
Expatriate বা “expat” এমন কাউকে বোঝায়, যিনি বিদেশে বসবাস করছেন, কিন্তু তা স্থায়ী বা অস্থায়ী দুইভাবেই হতে পারে।
-
Migrant শব্দটি সাধারণভাবে ব্যবহার হয় সেইসব মানুষ বা প্রাণীর জন্য, যারা কাজ বা উন্নত জীবনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়।
মূল পার্থক্য হলো—Emigrant দেশের বাহিরে যাওয়ার দিকটি বোঝায়, আর Immigrant দেশের ভিতরে আসার দিকটি বোঝায়।

0
Updated: 20 hours ago
Choose the correct sentence:
Created: 1 week ago
A
He insisted to be moving the car.
B
He insisted in moving the car.
C
He insisted for moving the car.
D
He insisted on moving the car.
সঠিক বাক্য: He insisted on moving the car.
-
Insist on / upon / Insist on doing something:
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা; কোনো কাজ অব্যাহত রাখার জন্য অন্যদের উপেক্ষা করা।
-
বাংলায়: কোনো বিষয়ে জোর দেওয়া বা প্রবলভাবে দাবী করা।
-
-
Insist on / upon এর সাথে সর্বদা verb এর -ing form ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.

0
Updated: 1 week ago
The synonym of the word "Kudos" is -
Created: 3 weeks ago
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
Kudos (Noun)
-
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
-
Bangla Meaning: (কথ্য) সম্মান ও গৌরব; অভিনন্দন, প্রশংসা করা।
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
-
Fame – খ্যাতি।
-
Credit – কৃতিত্ব।
-
Acclaim – প্রশংসা।
-
Accolade – জয়ধ্বনি।
Antonyms:
-
Dishonor – অমর্যাদা।
-
Condemnation – নিন্দা।
-
Disrespect – অসম্মান করা।
-
Blame – দোষারোপ করা।
-
Denunciation – অভিশাপ, ভীতিপ্রদর্শন।
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান।
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
-
Disgrace – সম্মানহানি; খ্যাতিনাশ।
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
Source:

0
Updated: 3 weeks ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Acquitance
B
Dispassionate
C
Collaborate
D
Brilliant
• The misspelled word is — ক) Acquitance
-
The correct spelling is Acquittance.
• Acquittance (Noun)
-
English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full
-
Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ
• Other options:
-
খ) Dispassionate (Adjective) — আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত
-
গ) Collaborate (Verb) — সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)
-
ঘ) Brilliant (Adjective) — অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago