নিয়ন্ত্রণবাদ (Determinism) মতে, যেমন জাগতিক নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণ বা ধূমকেতুর মতো ঘটনা পূর্বানুমান করা যায়, তেমনি মানবকর্মও পূর্ববর্তী কারণের দ্বারা নির্ধারিত। যদি সব কারণ জানা যায়, তবে মানুষের ভবিষ্যৎ কাজও ভবিষ্যদ্বাণী করা সম্ভব। অর্থাৎ, মানুষের কর্ম অতীত কারণের দ্বারা প্রভাবিত ও নির্ধারিত।
দর্শন কোন ধরণের সমস্যা নিয়ে আলোচনা করে?
A
জগৎ সংক্রান্ত মৌলিক সমস্যা
B
জগৎ ও জীবনের সাধারণ সমস্যা
C
জগৎ ও জীবনের সকল ধরণের সমস্যা
D
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা
উত্তরের বিবরণ
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করা ও তার যৌক্তিক সমাধান দেওয়াই দর্শনের কাজ।

0
Updated: 22 hours ago
Related MCQ
দর্শনের কোন্ শাখা জ্ঞানের প্রকৃতি, উৎস, সীমাবদ্ধতা ও বৈধতা নিয়ে আলোচনা করে?
Created: 6 hours ago
A
অধিবিদ্যা
B
জ্ঞানবিদ্যা
C
নীতিবিদ্যা
D
যুক্তিবিদ্যা
জ্ঞান হলো এমন এক সত্য বিশ্বাস, যা যুক্তিসঙ্গত প্রমাণ ও দৃঢ় যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। একে পুরোপুরি বুঝতে হলে এর উৎপত্তি, স্বরূপ, শর্ত ও সীমা বিশ্লেষণ করা প্রয়োজন। এই বিশ্লেষণই করা হয় জ্ঞানবিদ্যায় (Epistemology)।
Knowledge is a true belief established on the basis of rational evidence and sound reasoning. To understand it fully, one must analyze its origin, nature, conditions, and limits. Such analysis is done in Epistemology.

0
Updated: 6 hours ago
নিয়ন্ত্রণবাদ অনযায়ী মানুষের কর্মকান্ড কী দ্বারা প্রভাবিত হয়?
Created: 5 hours ago
A
অতীতের ঘটনা ও প্রকৃতির নিয়ম
B
ব্যক্তির ইচ্ছা
C
নৈতিক নীতি
D
সামাজিক নিয়ম

0
Updated: 5 hours ago
কোন কাজের নৈতিকতা যখন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, ফলাফলের উপর নয়। তাকে বলা হয়-
Created: 23 hours ago
A
উপযোগবাদ
B
কর্তব্যবাদ
C
সুখবাদ
D
পূর্ণতাবাদ

0
Updated: 23 hours ago