"To be or not to be, that is the ____."
A
meaning
B
question
C
answer
D
issue
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.

0
Updated: 1 month ago
He intends to ___ in the country for two months.
Created: 1 month ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
The bad news struck him like a bolt from the________.
Created: 1 month ago
A
sky
B
heavens
C
firmament
D
blue
সঠিক উত্তর: blue
সম্পূর্ণ বাক্য: The bad news struck him like a bolt from the blue.
বাংলা অর্থ: খারাপ খবরটি তাকে হঠাৎ করে খুবই আশ্চর্যের সঙ্গে আঘাত করেছিল।
Bolt from the blue মানে কী?
English Meaning 1: A sudden and unexpected event or news.
Bangla Meaning 1: হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা খবর, যা একদমই অপ্রত্যাশিত।
Example Sentence:
-
The news of his accident was like a bolt from the blue.
-
(তার দুর্ঘটনার খবরটি ছিল একেবারে অপ্রত্যাশিত।)
English Meaning 2: A complete surprise.
Bangla Meaning 2: একদম বিস্ময়কর বা চমকে যাওয়ার মতো কোনো কিছু।
Example Sentence:
-
The job came like a bolt from the blue.
-
(চাকরিটা একেবারে হঠাৎ করেই হয়ে গেল – এটি ছিল খুব বিস্ময়ের বিষয়।)
উৎস: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 1 month ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 1 month ago