A
meaning
B
question
C
answer
D
issue
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.

0
Updated: 5 days ago
He watched the boat ____ down the river.
Created: 5 days ago
A
to float
B
floating
C
was floating
D
had floated
Watch শব্দটির পর কোন ধরণের verb বসবে, তা বুঝতে হলে কিছু নিয়ম জানা দরকার।
-
Collins Dictionary ও Longman Dictionary অনুযায়ী, watch এর পর verb-এর base form (মূল verb) অথবা verb+ing (continuous form) – দুই ধরনের verb-ই বসতে পারে।
-
তবে মনে রাখতে হবে, একটি সাধারণ/simple বাক্যে দুটি main verb একসাথে বসানো যায় না।
এজন্য, দ্বিতীয় verb-টি ব্যবহার করতে হলে তাতে -ing যোগ করতে হয়।
🔸 উদাহরণস্বরূপ:
He watched the boat floating down the river.
এখানে floating সঠিক, কারণ এটি second verb হিসেবে ব্যবহার হয়েছে এবং -ing যুক্ত।
Collins Dictionary অনুযায়ী:
Watch মানে হলো: কাউকে বা কিছু একটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখা বা পর্যবেক্ষণ করা।
-
The man was standing in his doorway watching him.
-
He watched the waiter prepare the coffee he had ordered.
-
Chris watched him sipping his brandy.
-
I watched as Amy ate a few nuts.
Longman Dictionary অনুযায়ী:
watch somebody/something do/doing something
-
I watched him go, then went home.
-
Ruth could not bear to watch her parents arguing.
তাই, এসব উদাহরণ থেকে বোঝা যায়, watch এর পরে verb-এর base form বা verb+ing – উভয়ই সঠিক হতে পারে।
যেটা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক হয়, সেটাই বেছে নিতে হয়।

0
Updated: 5 days ago
The children were entrusted ____ the care of their uncle.
Created: 2 weeks ago
A
with
B
for
C
to
D
at
Entrust মানে হলো কাউকে কোনো দায়িত্ব বা কাজ দেওয়া, যার জন্য সে দায়বদ্ধ থাকবে।
Entrust এর বিভিন্ন কাঠামো এবং ব্যবহার
১. Entrust Subject with Something (কাজ/বস্তু)
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু দায়িত্ব বা কাজ দেয়া হয়।
-
উদাহরণ: অনেকেই তাদের সঞ্চিত অর্থ কোম্পানিকে বিশ্রামের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন।
-
Another example: আমাকে টাকা দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছিল।
২. Entrust Something to Subject (ব্যক্তি/প্রতিষ্ঠান)
কোনো কাজ বা দায়িত্ব কাউকে হস্তান্তর করা।
-
উদাহরণ: তিনি একটি ঋণের বন্দোবস্ত স্থানীয় আর্থিক পরামর্শদাতাদের হাতে দিয়েছেন।
-
আরেকটি উদাহরণ: সরকারকে নির্বাচিত রাজনীতিবিদদের উপর দায়িত্ব দেয়া হয়েছে।
৩. Entrust Subject to do Something (কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে দায়িত্ব দেয়া)
-
উদাহরণ: আমরা এডিনব্রাগের প্রধান ব্যবসায়ীদের একটি বোর্ডকে সংগঠনের কার্যাবলি পরিচালনার দায়িত্ব দিয়েছি।
লক্ষ্যণীয় বিষয়
-
কাউকে (somebody) দায়ভার দেয়ার সময় সাধারণত "entrusted to" ব্যবহৃত হয়।
-
কোনো কাজ বা বস্তু (something) হস্তান্তর করার ক্ষেত্রে "entrusted with" ব্যবহৃত হয়।
-
উপরের উদাহরণগুলো Passive voice-এ, যেমন: "He was entrusted to..."।
সম্পূর্ণ বাক্যের উদাহরণ:
The children were entrusted to the care of their uncle.
(বাচ্চাদের তাদের চাচার যত্নের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল।)
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
I spent ____ with the patient
Created: 2 weeks ago
A
sometimes
B
sometime.
C
some time
D
some times.
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Sometimes - মাঝে মাঝে ;
খ) sometime - কোন এক সময় ;
গ) some time - কিছু সময়, খানিকটা সময়।
ঘ) some times বলে কোনো শব্দ নেই।
• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: I spent some time with the patient.
- বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

0
Updated: 2 weeks ago