হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-
A
১৯৪৫ সালের আগস্ট মাসে
B
১৯৪৫ সালের মে মাসে
C
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
D
১৯৪৪ সালের আগস্ট মাসে
উত্তরের বিবরণ
• লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের — হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে — ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে — নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো — ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট — হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
উৎস: History.com.
0
Updated: 5 months ago
’রাজশাহী ও দিনাজপুর’ প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 1 month ago
A
পুণ্ড্র
B
সমতট
C
হারিকেল
D
বরেন্দ্র
রাজশাহী ও দিনাজপুর প্রাচীন পুন্ড্র ও বরেন্দ্র উভয় জনপদের অন্তর্ভুক্ত ছিল।
পুণ্ড্র:
-
‘পুণ্ড্র’ শব্দের অর্থ আখ বা ইক্ষু।
-
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র।
-
সম্ভবত পুণ্ড্র নামে একটি জনগোষ্ঠী এই জনপদ গড়ে তুলেছিল।
-
বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে পুণ্ড্র জনপদটি সৃষ্টি হয়েছিল।
-
রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর, যা পরবর্তীকালে মহাস্থানগড় নামে পরিচিত হয়।
-
পণ্ডিতদের মতে, মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা।
-
এখানে পাথরের চাকতিতে খোদাই করা লিপি পাওয়া যায়, যার নাম মহাস্থান ব্রাহ্মীলিপি।
-
ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
0
Updated: 1 month ago
বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
Created: 2 weeks ago
A
পুণ্ড্র
B
সমতট
C
রাঢ়
D
হরিকেল
পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদ। এটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী, বগুড়া, রংপুর দিনাজপুর) নিয়ে বিস্তৃত ছিল। করতোয়া নদীর তীরে অবস্থিত পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।
0
Updated: 2 weeks ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম-
Created: 1 month ago
A
হরিকেল
B
তাম্রলিপি
C
চন্দ্রদ্বীপ
D
পুণ্ড্র
পুণ্ড্র জনপদ – বাংলার প্রাচীনতম জনপদ
-
পুণ্ড্র: প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ।
-
জনগোষ্ঠী: পুন্ড্ররা 'জন' বা জাতি হিসেবে এই জনপদ গঠন করেছিল। তারা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকট সম্পর্কিত ছিল।
-
রাজধানী: পুন্ড্রনগর।
-
অবস্থান: বর্তমান বগুড়া শহরের অদূরে, করতোয়া নদীর তীরে।
-
পরবর্তী নাম: মহাস্থানগড়।
-
ঐতিহাসিক ঘটনা: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের শাসনকালে (খ্রিঃপূঃ ২৭৩-২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়।
-
বিস্তৃতি: প্রাচীন পুন্ড্র রাজ্যের এলাকা বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত বিস্তৃত ছিল।
0
Updated: 1 month ago