অবভাসিক ভাববাদের প্রবক্তা কে?
A
জর্জ বার্কলি
B
প্লেটো
C
যেনিস
D
ইমানুয়েল কান্ট
উত্তরের বিবরণ
ইমানুয়েল কান্ট, যিনি আধুনিক দর্শনের এক বিশিষ্ট জার্মান দার্শনিক, তাঁর ভাববাদকে বলা হয় অবভাসিক ভাববাদ (Transcendental Idealism)। তিনি এই মতবাদের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।
কান্টের মতে, মানুষ যে জগতকে উপলব্ধি করে, তা আসলে বস্তুর নিজস্ব রূপ (Thing-in-itself বা Noumenon) নয়; বরং মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে গঠিত এক অভিজ্ঞতাজগত (Phenomenon)। অর্থাৎ, আমরা বস্তুসমূহকে যেমন দেখি বা অনুভব করি, তা আমাদের বোধশক্তি ও ইন্দ্রিয়ের কাঠামোর মাধ্যমে গঠিত একটি অবভাস (Appearance) মাত্র।
তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য ইন্দ্রিয়ানুভূতি ও বোধশক্তি—দুয়ের সমন্বয় অপরিহার্য। ইন্দ্রিয় আমাদের উপাদান সরবরাহ করে, আর বোধশক্তি সেই উপাদানকে চিন্তার আকারে গঠন করে। এই দৃষ্টিভঙ্গিতেই কান্টের ভাববাদকে অবভাসিক ভাববাদ বলা হয়, কারণ তাঁর মতে আমরা যে জগৎকে জানি, তা বাস্তবতার সরাসরি রূপ নয়, বরং মনগঠিত অবভাসমাত্র।

0
Updated: 22 hours ago