When one is 'pragmatic' he is being-
A
wasteful
B
productive
C
practical
D
fussy
উত্তরের বিবরণ
Pragmatist (noun)
Meaning: এমন একজন ব্যক্তি, যিনি আদর্শের চেয়ে বাস্তব ও কার্যকর বিষয়ে বেশি গুরুত্ব দেন।
বাংলা অর্থ: প্রয়োগবাদী।
• নিচের অপশনগুলোর অর্থ:
ক) wasteful – অপচয়ী বা অপব্যয়ী
খ) productive – উৎপাদনশীল, যিনি কিছু তৈরি করতে পারেন বা ফল দেয়।
গ) practical – ব্যবহারিক বা প্রায়োগিক, অর্থাৎ কাজের ক্ষেত্রে উপযোগী।
ঘ) powerful – শক্তিশালী বা প্রবল।
• এখান থেকে বোঝা যাচ্ছে, pragmatist শব্দের সবচেয়ে কাছের অর্থ হলো – practical।
কারণ, যখন কেউ pragmatic হন, তখন তিনি বাস্তবভিত্তিক চিন্তা করেন বা practical হন।
উৎস: Oxford Learner's Dictionary, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি

0
Updated: 1 month ago
Synonym of “Elated”?
Created: 4 weeks ago
A
Sad
B
Cheerful
C
Angry
D
Slow
Correct Answer: খ) Cheerful
Elated (Adj)
-
Bangla Meaning: অনুপ্রাণিত হওয়া
-
English Meaning: marked by high spirits; exultant
Cheerful (Adj)
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
-
English Meaning: full of good spirits; merry
Other Options:
-
Sad – দুঃখজনক; affected with or expressive of grief or unhappiness
-
Angry – ক্রুদ্ধ; feeling or showing anger
-
Slow – ধীর, মন্থর; mentally dull
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 4 weeks ago
Choose the synonym of “Obfuscate”:
Created: 1 week ago
A
Confuse
B
Sparse
C
Satiable
D
Melody
Obfuscate
-
English meaning: to make something less clear and harder to understand, especially intentionally.
-
Bangla meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।
Options:
ক) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
খ) Sparse – পাতলাভাবে ছড়ানো; বিরল।
গ) Satiable – (আনুষ্ঠানিক) সম্পূর্ণ পরিতৃপ্ত করা যায় এমন; পরিতর্পণীয়।
ঘ) Melody – সুমিষ্ট গীত; সুস্বর; সুতান।
Correct synonym: Confuse (ক)
Source: Cambridge & Accessible Dictionary

0
Updated: 1 week ago
The synonym of "revive" is:
Created: 6 days ago
A
Relinquish
B
Cluster
C
Resuscitate
D
Decline
Revive হলো একটি ক্রিয়া যা বোঝায় কোনো কিছু বা কারো জীবন, চেতনাশীলতা বা স্বাস্থ্য ফিরিয়ে আনা বা পুনরুজ্জীবিত করা। এটি সাধারণত স্বাস্থ্য, শক্তি বা আগের অবস্থায় ফিরে আসার প্রসঙ্গে ব্যবহার করা হয়।
-
অর্থ:
-
ইংরেজিতে: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
-
বাংলায়: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
-
-
উদাহরণ:
-
The doctor managed to revive the patient after cardiac arrest.
-
ডাক্তার রোগীর হার্ট অ্যাটাকের পরে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Resuscitate – জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা
-
Rejuvenate – নবযৌবন বা শক্তি ফিরিয়ে দেওয়া; নবতেজোদ্দীপ্ত হওয়া
-
Restore – ফিরিয়ে দেওয়া; পূর্বাবস্থায় আনা
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Decline – ক্রমশ ক্ষীণ হওয়া; হ্রাস পাওয়া
-
Deteriorate – অবনতিগ্রস্ত হওয়া
-
Expire – মৃত্যুবরণ করা; শেষ হওয়া
-
অতিরিক্ত সমার্থক/প্রতিসম শব্দ:
-
Relinquish (verb): ছেড়ে দেওয়া; ত্যাগ করা
-
Cluster (noun/verb): গুচ্ছ; ঝাঁক; একত্রিত করা

0
Updated: 6 days ago