q= AKαLβ উৎপাদন অপেক্ষকের Returns to scale কত হবে?
A
α+β
B
α-β
C
α
D
β
উত্তরের বিবরণ

0
Updated: 23 hours ago
নিম্নের কোনটি একটি ফার্মের স্থির খরচ হিসাবে পরিগণিত হবে?
Created: 1 day ago
A
মাসিক বিদ্যুত বিল
B
পরিবহন খরচ
C
কাঁচামাল ক্রয়ের খরচ
D
বিদ্যুত সংযোগ খরচ
স্থির খরচ (Fixed Cost) হলো এমন ব্যয়, যা উৎপাদনের পরিমাণ বাড়ুক বা কমুক, অপরিবর্তিত থাকে। অর্থাৎ, উৎপাদন শূন্য হলেও এই খরচ বহন করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়—বাড়ি ভাড়া, মেশিন রক্ষণাবেক্ষণ ব্যয়, জ্বালানী সংস্থাপন খরচ, ব্যবস্থাপনা কর্মচারীর বেতন, বিমা প্রিমিয়াম ইত্যাদি।
এই খরচগুলো উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই উৎপাদন যতই বাড়ুক বা কমুক, স্থির খরচ অপরিবর্তিত থাকে। এজন্যই একে “স্থির” খরচ বলা হয়।
অন্যদিকে, কাঁচামাল, শ্রমিকের মজুরি বা বিদ্যুৎ ব্যবহারজনিত খরচ উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয়— এগুলোকে বলা হয় পরিবর্তনশীল খরচ (Variable Cost)।
সুতরাং, স্থির খরচ হলো সেই ব্যয় যা উৎপাদন না হলেও বহন করতে হয়।

0
Updated: 1 day ago
ফিলিপস রেখার দীর্ঘমেয়াদী সংস্করণ কেমন?
Created: 1 day ago
A
উল্লম্ব (Vertical)
B
আনুভূমিক (Horizontal)
C
নিম্নমুখী ঢালু (Downward sloping)
D
উর্ধ্বমুখী (Upward sloping)

0
Updated: 1 day ago
কোন ধরনের Economy তে "domestic income" "National income" এর সমান হয়?
Created: 1 day ago
A
Closed Economy
B
Open Economy
C
Capitalist Economy
D
Socialist Economy
Domestic Income (DI) হলো কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপন্ন মোট আয়।
National Income (NI) হলো দেশের নাগরিকদের মোট আয়, যা ভৌগোলিক সীমানার উপর নির্ভর করে না।
-
NI হিসাব করার সূত্র:
NI = DI + (Net factor income from abroad) -
যদি Net factor income from abroad = 0, অর্থাৎ বিদেশি আয় বা ব্যয় না থাকে, তখন NI = DI হয়।
-
সাধারণত এই অবস্থা ঘটে আবদ্ধ অর্থনীতি (Closed Economy)-তে।
মুক্ত অর্থনীতি (Open Economy)-তে NI এবং DI সমান হয় না, কারণ এখানে বিদেশি আয় বা বিনিয়োগ থাকে।
নোট: ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থনীতির ধরন সরাসরি NI ও DI সমতার সাথে সম্পর্কিত নয়; মূল বিষয় হলো বিদেশের সাথে লেনদেন আছে কি না।

0
Updated: 1 day ago