"To be or not to be, that is the ____."
A
meaning
B
question
C
answer
D
issue
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - question.
- Complete sentence: 'To be, or not to be, that is the question.'
-This line is written by William Shakespeare, in his famous tragedy 'Hamlet'.
• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius, (Uncle of Hamlet)
- Gertrude (Mother of Hamlet)
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Uncle) etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
Source: Britannica.
0
Updated: 3 months ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 2 months ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
0
Updated: 2 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 2 months ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।
0
Updated: 2 months ago
I shall not ____ the examination this year.
Created: 3 months ago
A
give
B
appear at
C
sit
D
go for
● শূন্যস্থানে সঠিক হবে - appear at
পূর্ণ বাক্য: I shall not appear at the examination this year.
এই বাক্যে “appear at” মানে হলো পরীক্ষায় অংশগ্রহণ করা।
→ appear at এর অর্থ:
ইংরেজিতে: To be present at an event (যেমন - পরীক্ষা)
বাংলায়: পরীক্ষায় অংশগ্রহণ করা
বিকল্প শব্দ বিশ্লেষণ:
ক) give:
এটি “পরীক্ষা দেওয়া” বোঝাতে ব্যবহৃত হয়, তবে এই বাক্যে “not” থাকায় অর্থ বদলে যায় এবং “give” ব্যবহার উপযুক্ত হয় না।
খ) sit:
“Sit for” পরীক্ষার ক্ষেত্রে কখনও কখনও ব্যবহৃত হয়, কিন্তু “appear at” শব্দটি বেশি আনুষ্ঠানিক ও প্রচলিত।
গ) go for:
এটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বোঝায়, কিন্তু সরাসরি পরীক্ষায় বসা বোঝায় না।
সিদ্ধান্ত:
"I shall not appear at the examination this year" বাক্যটি বোঝায়, আমি এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটি ব্যাকরণ ও অর্থের দিক থেকে সঠিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি
0
Updated: 3 months ago