এক একক মুদ্রা যতবার হাতবদল হয় এই ধারণাকে অর্থনীতির পরিভাষায় বলা হয়ে থাকে-
A
Price Level
B
Value of Money
C
Demand for Money
D
Velocity of Money Circulation
উত্তরের বিবরণ
Velocity of Money হলো এমন একটি অর্থনৈতিক ধারণা যা নির্দেশ করে, একক মুদ্রা এক নির্দিষ্ট সময়কালে অর্থনীতিতে কতবার লেনদেন হয়েছে। সহজভাবে বলা যায়, এটি মুদ্রার ব্যবহার হার।
-
সূত্র: V = Nominal GDP (PY) / Money Supply (M)
-
V = Velocity of Money
-
P × Y = মোট আউটপুটের বাজারমূল্য (Nominal GDP)
-
M = মোট অর্থ সরবরাহ (Money Supply)
-
-
প্রভাব:
-
Velocity বেশি থাকলে: একই পরিমাণ অর্থ দিয়ে বেশি লেনদেন সম্ভব → অর্থনীতি দ্রুত গতিতে চলমান থাকে।
-
Velocity কম থাকলে: অর্থনীতি ধীরগতি সহকারে চলে।
-
-
সংক্ষেপে, একই মুদ্রা যতবার হাতবদল হয়, সেটিই Velocity of Money।

0
Updated: 23 hours ago