'Into the ____ of death rode the six hundred'.
A
city
B
tunnel
C
road
D
valley
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণ: valley
পূর্ণ বাক্য: Into the valley of Death rode the six hundred.
এই লাইনটি এসেছে আলফ্রেড টেনিসনের লেখা কবিতা ‘The Charge of the Light Brigade’ থেকে।
• উদ্ধৃত লাইন:
"Into the valley of Death
Rode the six hundred"
এই দুটি লাইন কবিতার প্রথম স্তবকের শেষ অংশ।
• The Charge of the Light Brigade:
-
এটি আলফ্রেড টেনিসন রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতাটি ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় ‘Battle of Balaklava’ নামক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশ, ফরাসি ও তুর্কি সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে।
-
এই যুদ্ধেই একদল ব্রিটিশ সৈন্য সাহসিকতার সাথে ভুল আদেশে শত্রুর মুখে এগিয়ে যায়, এবং সেই ঘটনা নিয়েই কবিতাটি লেখা হয়।
• Alfred, Lord Tennyson সম্পর্কে সংক্ষেপে:
-
পুরো নাম: Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater।
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত গীতিকবি (lyric poet)।
• টেনিসনের কিছু উল্লেখযোগ্য কবিতা ও রচনা:
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
The Vision of Sin
-
Morte D'Arthur
-
The Falcon
-
In Memoriam (একটি এলিগি বা শোকগাথা)
-
Queen Mary (কমেডি)
-
Harold
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 3 months ago
Fill in the gap: Birds fly ___ in the sky.
Created: 1 month ago
A
random
B
at large
C
at a stitch
D
are long
At large (Phrase) সাধারণত এমন অবস্থাকে বোঝায় যখন কেউ বা কিছু মুক্ত অবস্থায় থাকে। এটি বিশেষ করে অপরাধী, বিপজ্জনক প্রাণী বা সাধারণভাবে স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে
-
Complete Sentence: Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত বা স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়
0
Updated: 1 month ago
Fill in the gap with the suitable word: To stay healthy, we must plan to have a balanced_____.
Created: 3 months ago
A
diet
B
food
C
drink
D
environment
• শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি হচ্ছে diet।
-
সম্পূর্ণ বাক্য: To stay healthy, we must plan to have a balanced diet.
অর্থাৎ, সুস্থ থাকতে হলে আমাদের একটি সুষম খাদ্য গ্রহণের পরিকল্পনা করা উচিত।
• Diet শব্দটির অর্থ হলো নিজেকে বা কাউকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
-
শরীরের সুস্থতা বজায় রাখার জন্য সুষম আহারের প্রয়োজনীয়তা অপরিহার্য।
• অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দগুলোর অর্থ হলো –
খ) Food: ভক্ষণযোগ্য বস্তু; যা আমরা খাই যেমন—খাবার, আহার, অন্ন ইত্যাদি।
গ) Drink: পান করার যোগ্য তরল পদার্থ; পানীয়।
ঘ) Environment: আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি, অর্থাৎ পরিবেশ বা চতুষ্পার্শ্ব।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।
0
Updated: 3 months ago
_________________ before the guests arrived.
Created: 2 months ago
A
I have cooked the meal
B
I had cooked the meal
C
I will cook the meal
D
I cook the meal
Past Perfect Tense Rule
-
অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense এ হয়।
-
পরে ঘটে যাওয়া ঘটনা Past Indefinite (Past Simple) Tense এ হয়।
-
সাধারণত before / after এর সঙ্গে Past Perfect ব্যবহার করা হয়:
-
Before → আগে ঘটে যাওয়া ঘটনা = Past Perfect
-
After → পরে ঘটে যাওয়া ঘটনা = Past Indefinite
-
Example
| Sentence | Tense Explanation |
|---|---|
| I had cooked the meal before the guests arrived. ✅ | had cooked = Past Perfect (আগে ঘটে গেছে), arrived = Past Indefinite |
| I shall have done the sum before he comes. | Future Perfect + Present Indefinite (ভবিষ্যৎ ক্ষেত্রে) |
Incorrect Options
-
I have cooked the meal ❌
-
Present Perfect; বর্তমানে ফলাফল বোঝায়, অতীতে নির্দিষ্ট সময়ের আগে ঘটেছে বোঝায় না।
-
-
I will cook the meal ❌
-
Future Tense; ভবিষ্যতের কথা বোঝায়।
-
-
I cook the meal ❌
-
Present Indefinite; অভ্যাস বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায় না।
-
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago