'Botany' is to 'plants' as 'Zoology' is to-
A
flowers
B
trees
C
dear
D
animals
উত্তরের বিবরণ
• গাছপালা নিয়ে যে বিষয়টি পড়া হয়, সেটিকে বলা হয় উদ্ভিদবিদ্যা (Botany)।
• তেমনি প্রাণীদের নিয়ে যে বিষয়টি শেখা হয়, সেটিকে বলা হয় প্রাণীবিদ্যা (Zoology)।
• তাই,
‘Botany’ যেমন ‘Plants’ নিয়ে,
‘Zoology’ তেমনি ‘Animals’ নিয়ে।
👉 অন্য অপশনগুলোর মানে:
-
ক) Flowers = ফুল
-
খ) Trees = গাছ
-
ঘ) Dear = প্রিয়
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি

0
Updated: 1 month ago
Tiger : Zoology :: Mars : ?
Created: 1 month ago
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
Tiger একটি প্রাণী এবং Zoology হলো প্রাণিদের জীবন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণাকারী একটি বিজ্ঞান।
Zoology, প্রাণিবিজ্ঞানের মাধ্যমে বাঘসহ অন্যান্য প্রাণীর শ্রেণিবিন্যাস, আচরণ ও গঠন বিশ্লেষণ করা হয়।
একইভাবে, Mars হলো একটি গ্রহ এবং Astronomy সেই বিজ্ঞান যা গ্রহ, নক্ষত্র ও মহাকাশীয় উপাদান নিয়ে গবেষণা করে।
তাই, বাঘ Zoology-র সঙ্গে যেমন সম্পর্কযুক্ত, মঙ্গলগ্রহ তেমনি Astronomy-র সঙ্গে সম্পর্কযুক্ত।
অন্য অপশনগুলো বিবেচনায়:
-
Astrology ভবিষ্যদ্বাণিমূলক জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান নয়।
-
Telescope একটি যন্ত্র, বিজ্ঞান নয়।
-
Cryptology কোড বিশ্লেষণ বিষয়ক শাস্ত্র, মহাকাশ সংক্রান্ত নয়।
সঠিক সাদৃশ্যপূর্ণ সম্পর্ক: Tiger : Zoology :: Mars : Astronomy।
উৎস: Merriam-Webster ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 month ago
Break : Repair : : Wound : ?
Created: 1 month ago
A
Heal
B
Hurt
C
Fix
D
Plaster
Break (ক্রিয়া):
English অর্থ: কোন কিছু আঘাত, চাপ বা টান দিয়ে ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া।
বাংলা অর্থ: ভাঙা, ভেঙে ফেলা, আলাদা হওয়া বা বিচ্ছিন্ন হওয়া।
Repair (ক্রিয়া):
English অর্থ: ক্ষতিগ্রস্ত বা নষ্ট হওয়া কিছু ভালো অবস্থায় ফিরিয়ে আনা।
বাংলা অর্থ: মেরামত করা, ঠিক করা।
Wound (ক্রিয়া):
English অর্থ: আঘাত বা চোট দেওয়া; কারো অনুভূতিতে আঘাত করা।
বাংলা অর্থ: আঘাত দেওয়া।
Heal (ক্রিয়া):
English অর্থ: ক্ষত বা চোট সারানো বা ভালো করা।
বাংলা অর্থ: নিরাময় হওয়া বা করানো; শান্ত করা।
উপসংহার:
যেভাবে ‘Break’ এর বিপরীত ‘Repair’,
তেমনি ‘Wound’ এর বিপরীত ‘Heal’।
অর্থাৎ, যেমন কোনো জিনিস ভাঙলে মেরামত করা হয়, তেমনি কোনো আঘাত লাগলে তা নিরাময় করা হয়।
অন্যদিকে,
Plaster (বিশেষ্য):
English অর্থ: বালি, সিমেন্ট ও কখনো চুন মিশিয়ে তৈরি মোলায়েম একটা মিশ্রণ যা দেওয়াল, ছাদ বা অন্যান্য স্থানে প্রলেপ দিয়ে শুকালে মসৃণ কঠিন পৃষ্ঠ তৈরি করে।
বাংলা অর্থ: আস্তর বা পলেস্তারা।
Plaster (ক্রিয়া):
English অর্থ: দেওয়াল বা ছাদ প্রলেপ দেওয়া।
বাংলা অর্থ: পলেস্তারা/আস্তর দেওয়া।
Hurt (ক্রিয়া):
English অর্থ: শরীরের কোনো অংশে ব্যথা অনুভব করা বা কাউকে আঘাত/চোট দেওয়া।
বাংলা অর্থ: আঘাত পাওয়া বা দেওয়া।
Fix (ক্রিয়া):
English অর্থ: কিছু ঠিক করা বা মেরামত করা।
বাংলা অর্থ: লাগানো, সংযুক্ত করা বা মেরামত করা।

0
Updated: 1 month ago
Tiger : Zoology : : Mars : ____.
Created: 1 month ago
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
Tiger : Zoology :: Mars : ?
শব্দগুলোর অর্থ:
-
Tiger মানে বাঘ (একটি প্রাণী)।
-
Zoology মানে প্রাণিবিজ্ঞান – এটি এমন একটি বিজ্ঞান, যেখানে প্রাণী ও তাদের জীবনধারা নিয়ে পড়াশোনা করা হয়।
-
Mars মানে মঙ্গলগ্রহ – এটি সৌরজগতের একটি গ্রহ।
তুলনামূলক সম্পর্ক (Analogical relationship):
→ Tiger একটি প্রাণী, আর Zoology হচ্ছে প্রাণী নিয়ে পড়াশোনা করার একটি শাখা।
→ একইভাবে, Mars একটি গ্রহ, আর Astronomy হচ্ছে গ্রহ-নক্ষত্র, চাঁদ, সূর্য এবং মহাকাশ বিষয়ক বিজ্ঞান।
অর্থাৎ:
যেমন বাঘ প্রাণিবিজ্ঞানের অধীনে পড়ে, তেমনই মঙ্গলগ্রহ জ্যোতির্বিজ্ঞানের অধীনে পড়ে।
অপশনগুলো বিশ্লেষণ করে দেখা যায়
-
Astrology মানে জ্যোতিষশাস্ত্র – এটি গ্রহ-নক্ষত্র দেখে ভবিষ্যৎ বলার বিদ্যা, বিজ্ঞান নয়।
-
Telescope মানে দুরবিন – এটি একটি যন্ত্র, কোনো বিদ্যা নয়।
-
Cryptology মানে গোপন কোড ও বার্তা পড়ার বা লেখার বিদ্যা – এটি মঙ্গলগ্রহের সঙ্গে সম্পর্কিত নয়।
-
Astronomy মানে জ্যোতির্বিজ্ঞান – এটি গ্রহ-নক্ষত্র নিয়ে বৈজ্ঞানিক গবেষণার শাখা।
তাই সঠিক উত্তর: Astronomy
Tiger : Zoology ঠিক যেভাবে সম্পর্কযুক্ত,
Mars : Astronomy তেমনি সম্পর্কযুক্ত।
Source: merriam-webster.

0
Updated: 1 month ago