কোনটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়?
A
যুক্তিবিদ্যা
B
নীতিবিদ্যা
C
মনোবিজ্ঞান
D
নন্দন তত্ত্ব
উত্তরের বিবরণ
যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব— এই তিনটি বিদ্যা মানবচেতনা, চিন্তা ও মূল্যবোধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। এদের লক্ষ্য হলো কীভাবে মানুষ ভাবনা, নীতি ও সৌন্দর্যের আদর্শ অনুধাবন ও প্রতিষ্ঠা করতে পারে, তা নির্ধারণ করা। এই কারণেই এগুলোকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান (Normative Sciences) বলা হয়।
-
যুক্তিবিদ্যা নির্ধারণ করে সঠিক চিন্তা বা যুক্তির আদর্শ।
-
নীতিবিদ্যা নির্দেশ করে নৈতিক আচরণ ও সৎ জীবনের আদর্শ।
-
নন্দনতত্ত্ব নির্ধারণ করে সৌন্দর্যের উপলব্ধি ও রুচির আদর্শ।
অন্যদিকে, মনোবিজ্ঞান মানুষের মানসিক প্রক্রিয়া, আচরণ ও অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করে। এটি কোনো আদর্শ নির্ধারণ করে না; বরং বাস্তব ঘটনার ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার কারণ ও ফল বিশ্লেষণ করে। এজন্য একে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান (Positive or Empirical Science)।
অতএব, প্রথম তিনটি বিজ্ঞান মানবচিন্তার আদর্শ নির্ধারণে নিয়োজিত, আর মনোবিজ্ঞান বাস্তব পর্যবেক্ষণ ও অভিজ্ঞতানির্ভর বিশ্লেষণে ভিত্তিক।

0
Updated: 23 hours ago
কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়?
Created: 23 hours ago
A
অবরোহ
B
আবর্তন
C
আরোহ
D
প্রতিবর্তন
আরোহ যুক্তি (Inductive reasoning) এমন এক ধরনের যুক্তি যেখানে নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ বা বিশেষ উদাহরণ থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। এতে যুক্তির সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্যের চেয়ে সংকীর্ণ নয়; বরং তা আশ্রয়বাক্যকে অতিক্রম করে আরও সাধারণ বা ব্যাপক রূপ ধারণ করে।
উদাহরণস্বরূপ, যদি দেখা যায়—
-
এই কাকটি কালো,
-
ঐ কাকটি কালো,
-
আরও অনেক কাকই কালো,
তাহলে সিদ্ধান্তে বলা যায়, “সব কাক কালো”।
এখানে প্রতিটি আশ্রয়বাক্য নির্দিষ্ট কাককে নির্দেশ করছে, কিন্তু সিদ্ধান্তটি সব কাকের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এটি আশ্রয়বাক্যের সীমা অতিক্রম করেছে।
অতএব, আরোহ যুক্তির বিশেষত্ব হলো— এর সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্যের চেয়ে অধিক ব্যাপক, এবং এটি সাধারণীকরণের মাধ্যমে নতুন জ্ঞান উপস্থাপন করে।

0
Updated: 23 hours ago
দর্শনের কোন্ শাখা জ্ঞানের প্রকৃতি, উৎস, সীমাবদ্ধতা ও বৈধতা নিয়ে আলোচনা করে?
Created: 6 hours ago
A
অধিবিদ্যা
B
জ্ঞানবিদ্যা
C
নীতিবিদ্যা
D
যুক্তিবিদ্যা
জ্ঞান হলো এমন এক সত্য বিশ্বাস, যা যুক্তিসঙ্গত প্রমাণ ও দৃঢ় যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। একে পুরোপুরি বুঝতে হলে এর উৎপত্তি, স্বরূপ, শর্ত ও সীমা বিশ্লেষণ করা প্রয়োজন। এই বিশ্লেষণই করা হয় জ্ঞানবিদ্যায় (Epistemology)।
Knowledge is a true belief established on the basis of rational evidence and sound reasoning. To understand it fully, one must analyze its origin, nature, conditions, and limits. Such analysis is done in Epistemology.

0
Updated: 6 hours ago
নৈতিক প্রগতি বলতে কি বুঝায়?
Created: 5 hours ago
A
অর্থনৈতিক উন্নয়ন
B
ধর্মীয় নিয়মের প্রবতন
C
নৈতিক মানদণ্ডের অবনতি
D
সমাজকে আরও ন্যায়সঙ্গত ও মানবিক করার প্রচেষ্টা
প্রগতি হলো কোনো ভালো বা মূল্যবান লক্ষ্যকে সামনে রেখে তার দিকে অগ্রসর হওয়ার প্রবণতা। অভিজ্ঞতা ও বিচারশক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষের স্বাধীনতা ও নৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। ফলে মানুষ ভালো-মন্দ ও ন্যায়-অন্যায় বিচার করে নিজের ও সমাজের মঙ্গলের পথ খুঁজে নিতে চেষ্টা করে। এই প্রচেষ্টার মাধ্যমেই ঘটে নৈতিক প্রগতি, যা সমাজকে আরও ন্যায়সংগত ও মানবিক করে তোলে।

0
Updated: 5 hours ago