When one is 'pragmatic' he is being-
A
wasteful
B
productive
C
practical
D
fussy
উত্তরের বিবরণ
Pragmatist (noun)
Meaning: এমন একজন ব্যক্তি, যিনি আদর্শের চেয়ে বাস্তব ও কার্যকর বিষয়ে বেশি গুরুত্ব দেন।
বাংলা অর্থ: প্রয়োগবাদী।
• নিচের অপশনগুলোর অর্থ:
ক) wasteful – অপচয়ী বা অপব্যয়ী
খ) productive – উৎপাদনশীল, যিনি কিছু তৈরি করতে পারেন বা ফল দেয়।
গ) practical – ব্যবহারিক বা প্রায়োগিক, অর্থাৎ কাজের ক্ষেত্রে উপযোগী।
ঘ) powerful – শক্তিশালী বা প্রবল।
• এখান থেকে বোঝা যাচ্ছে, pragmatist শব্দের সবচেয়ে কাছের অর্থ হলো – practical।
কারণ, যখন কেউ pragmatic হন, তখন তিনি বাস্তবভিত্তিক চিন্তা করেন বা practical হন।
উৎস: Oxford Learner's Dictionary, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি
0
Updated: 3 months ago
Which word is a synonym for "disparate"?
Created: 3 weeks ago
A
Similar
B
Alike
C
Diverse
D
Uniform
Correct Answer: Diverse
Disparate:
-
Bangla Meaning: অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।
-
English Meaning: Markedly distinct in quality or character; things that are essentially different from each other.
-
Example: The two cultures were so disparate that communication was difficult.
গ) Diverse:
-
Bangla Meaning: নানা রকম; বিভিন্ন রকম; একাধিক।
-
English Meaning: Differing from one another; showing a great deal of variety.
-
Explanation: “Diverse” শব্দটি “Disparate”-এর অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ, কারণ উভয়েই বিভিন্নতা বা পার্থক্য প্রকাশ করে। তবে “diverse” তুলনামূলকভাবে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, যেখানে “disparate” অধিকতর ভিন্নতা বা অসামঞ্জস্য বোঝায়।
-
Example Sentence: Students from diverse backgrounds attend the university.
Other Options:
-
ক) Similar:
-
Bangla Meaning: মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।
-
English Meaning: Having characteristics in common; resembling each other.
-
Example: The twins are very similar in appearance.
-
-
খ) Alike:
-
Bangla Meaning: (আকৃতি বা প্রকৃতিতে) একই রকম; সদৃশ।
-
English Meaning: In the same manner, form, or degree; equally.
-
Example: The two brothers think alike.
-
-
ঘ) Uniform:
-
Bangla Meaning: একই; সমান; একরূপ; সমরূপ।
-
English Meaning: Always the same in form, manner, or degree; not varying or changeable.
-
Example: The soldiers marched in uniform rows.
-
সুতরাং “Disparate” শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বা সমার্থক শব্দ হলো “Diverse”, কারণ এটি বিভিন্নতা বা পার্থক্য প্রকাশ করে, যা মূল শব্দের ভাবার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
0
Updated: 3 weeks ago
What is the synonym of 'Mayhem'?
Created: 2 months ago
A
Tranquility
B
Chaos
C
Harmony
D
Serenity
• The synonym of 'Mayhem' is - Chaos.
Mayhem (Noun)
-
Bangla Meaning: গুরুতর বিশৃঙ্খলা বা দাঙ্গাহাঙ্গামার অবস্থা।
-
English Meaning: Needless or willful damage or violence.
খ) Chaos (Noun)
-
Bangla Meaning: নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি।
-
English Meaning: a state of utter confusion.
• Other Options:
ক) Tranquility
-
Bangla Meaning: প্রশান্তি; শান্ত অবস্থা।
-
English Meaning: the quality or state of being tranquil.
গ) Harmony
-
Bangla Meaning: সাদৃশ্য; মিল।
-
English Meaning: the combination of simultaneous musical notes in a chord, or agreement of ideas, feelings, or actions.
ঘ) Serenity
-
Bangla Meaning: প্রশান্তি।
-
English Meaning: a state of utter calm and unruffled repose or quietude.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary
0
Updated: 2 months ago
Select the synonym of the word "Inconsequential" -
Created: 1 month ago
A
Decorum
B
Negligible
C
Substantial
D
Obsequious
সঠিক উত্তর হলো Negligible।
Inconsequential একটি Adjective। এটি বোঝায় এমন কিছু যা গুরুত্বপূর্ণ নয় এবং উপেক্ষা করা যায়।
-
বাংলা অর্থ: অকিঞ্চিৎকর।
-
সমার্থক শব্দ: Minor (কম গুরুত্বপূর্ণ), Negligible (উপেক্ষণীয়; তুচ্ছ), Insignificant (অর্থহীন), Illogical (অযৌক্তিক), Unimportant (অগুরুত্বপূর্ণ)
-
বিপরীতার্থক শব্দ: Significant (তাৎপর্যপূর্ণ), Important (গুরুত্বপূর্ণ), Crucial (মীমাংসা সূচক), Substantial (বিশেষ অর্থপূর্ণ), Logical (যৌক্তিক)
-
অন্য রূপ: Inconsequent (Adjective)
১. যা বলা বা করা হয়েছে তার থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত নয়; অসংলগ্ন; অসিদ্ধ; অযৌক্তিক; পূর্বাপরবিরুদ্ধ; যুক্তিবিরুদ্ধ; অবান্তর; পারম্পর্যহীন। যেমন: an inconsequent remark
২. (ব্যক্তি) কথায় বা কাজে পারম্পর্যহীন। -
উদাহরণ বাক্য:
১. Most of what she said was pretty inconsequential.
২. The inconsequential excuse he made is that, dog ate his homework.
0
Updated: 1 month ago