A
to float
B
floating
C
was floating
D
had floated
উত্তরের বিবরণ
Watch শব্দটির পর কোন ধরণের verb বসবে, তা বুঝতে হলে কিছু নিয়ম জানা দরকার।
-
Collins Dictionary ও Longman Dictionary অনুযায়ী, watch এর পর verb-এর base form (মূল verb) অথবা verb+ing (continuous form) – দুই ধরনের verb-ই বসতে পারে।
-
তবে মনে রাখতে হবে, একটি সাধারণ/simple বাক্যে দুটি main verb একসাথে বসানো যায় না।
এজন্য, দ্বিতীয় verb-টি ব্যবহার করতে হলে তাতে -ing যোগ করতে হয়।
🔸 উদাহরণস্বরূপ:
He watched the boat floating down the river.
এখানে floating সঠিক, কারণ এটি second verb হিসেবে ব্যবহার হয়েছে এবং -ing যুক্ত।
Collins Dictionary অনুযায়ী:
Watch মানে হলো: কাউকে বা কিছু একটা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখা বা পর্যবেক্ষণ করা।
-
The man was standing in his doorway watching him.
-
He watched the waiter prepare the coffee he had ordered.
-
Chris watched him sipping his brandy.
-
I watched as Amy ate a few nuts.
Longman Dictionary অনুযায়ী:
watch somebody/something do/doing something
-
I watched him go, then went home.
-
Ruth could not bear to watch her parents arguing.
তাই, এসব উদাহরণ থেকে বোঝা যায়, watch এর পরে verb-এর base form বা verb+ing – উভয়ই সঠিক হতে পারে।
যেটা বাক্যের অর্থ অনুযায়ী সঠিক হয়, সেটাই বেছে নিতে হয়।

0
Updated: 5 days ago
Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
Created: 1 week ago
A
he knew
B
he had been knowing
C
he had known
D
he was knowing
• শূন্যস্থানে সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
-Example: If you had come, I would have gone there.
• অথবা,
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.

0
Updated: 1 week ago
As the sun ______, I decided to go out.
Created: 1 day ago
A
has shone
B
shine
C
shines
D
was shining
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 1 day ago
Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
Created: 1 day ago
A
put out
B
put off
C
put away
D
put on
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 day ago