'Botany' is to 'plants' as 'Zoology' is to-
A
flowers
B
trees
C
dear
D
animals
উত্তরের বিবরণ
• গাছপালা নিয়ে যে বিষয়টি পড়া হয়, সেটিকে বলা হয় উদ্ভিদবিদ্যা (Botany)।
• তেমনি প্রাণীদের নিয়ে যে বিষয়টি শেখা হয়, সেটিকে বলা হয় প্রাণীবিদ্যা (Zoology)।
• তাই,
‘Botany’ যেমন ‘Plants’ নিয়ে,
‘Zoology’ তেমনি ‘Animals’ নিয়ে।
👉 অন্য অপশনগুলোর মানে:
-
ক) Flowers = ফুল
-
খ) Trees = গাছ
-
ঘ) Dear = প্রিয়
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি
0
Updated: 3 months ago
MALINGER: AILMENT::
Created: 1 month ago
A
Qualify: Achieve
B
Clash: Resolve
C
Flatter: Appreciate
D
Study: Learn
প্রদত্ত Analogy-র ক্ষেত্রে, মূল শব্দজোড়ের অর্থ হলো Malinger: Ailment, যেখানে malinger মানে হলো কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা, আর ailment হলো অসুস্থতা। অর্থাৎ, এখানে একটি সম্পর্ক রয়েছে যেখানে প্রথম শব্দটি দ্বিতীয়টির ভান বা অনুরূপ অবস্থা বোঝায়, কিন্তু তা আসল নয়।
অনুরূপভাবে, সঠিক Analogy হলো Flatter: Appreciate, যেখানে:
-
Flatter – ভণ্ডামি বা অতিরঞ্জিতভাবে প্রশংসা করা।
-
Appreciate – আন্তরিকভাবে মূল্যায়ন বা কৃতজ্ঞতা প্রকাশ করা।
অর্থাৎ, Flatter হলো Appreciate না করে অতিরঞ্জিত বা ভণ্ডভাবে প্রশংসা করা, যা Malinger: Ailment সম্পর্কের মতোই ভান করা সম্পর্ক প্রকাশ করে।
উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
-
Qualify : Achieve – Qualify মানে যোগ্যতা অর্জন করা, Achieve মানে অর্জন করা। এটি কারণ = ফলাফল সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
-
Clash : Resolve – Clash মানে সংঘর্ষ, Resolve মানে সমস্যা সমাধান করা। এটি সমস্যা = সমাধান সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
-
Study : Learn – Study মানে অধ্যয়ন করা, Learn মানে শেখা। এটি ও কারণ = ফলাফল সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
সুতরাং, সঠিক Analogy হলো Flatter: Appreciate।
0
Updated: 1 month ago
Frightened : Scream : : Angry : ?
Created: 3 months ago
A
Cry
B
Shiver
C
Shout
D
Sneer
Frightened : Scream : : Angry : Shout
-
Frightened মানে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া।
-
Scream মানে খুব জোরে চিৎকার করা বা আর্তনাদ করা।
-
Angry মানে রুষ্ট বা ক্রুদ্ধ হওয়া।
বোঝার সহজ উপায়:
যখন আমরা ভয় পাই, তখন চিৎকার করি। আর যখন রেগে যাই, তখন জোরে চেঁচিয়ে কথা বলি বা ডাকি।
বিকল্প শব্দগুলো:
-
Cry: কাঁদা বা আর্তনাদ করা।
-
Shiver: ঠান্ডা বা ভয় পেয়ে থরথর করা।
-
Sneer: বিদ্রূপের হাসি দেওয়া বা অবজ্ঞা করা।
-
Shout: জোরে চিৎকার বা চেঁচামেচি করা।
উৎসঃ Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Tiger : Zoology :: Mars : ?
Created: 3 months ago
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
Tiger একটি প্রাণী এবং Zoology হলো প্রাণিদের জীবন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণাকারী একটি বিজ্ঞান।
Zoology, প্রাণিবিজ্ঞানের মাধ্যমে বাঘসহ অন্যান্য প্রাণীর শ্রেণিবিন্যাস, আচরণ ও গঠন বিশ্লেষণ করা হয়।
একইভাবে, Mars হলো একটি গ্রহ এবং Astronomy সেই বিজ্ঞান যা গ্রহ, নক্ষত্র ও মহাকাশীয় উপাদান নিয়ে গবেষণা করে।
তাই, বাঘ Zoology-র সঙ্গে যেমন সম্পর্কযুক্ত, মঙ্গলগ্রহ তেমনি Astronomy-র সঙ্গে সম্পর্কযুক্ত।
অন্য অপশনগুলো বিবেচনায়:
-
Astrology ভবিষ্যদ্বাণিমূলক জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান নয়।
-
Telescope একটি যন্ত্র, বিজ্ঞান নয়।
-
Cryptology কোড বিশ্লেষণ বিষয়ক শাস্ত্র, মহাকাশ সংক্রান্ত নয়।
সঠিক সাদৃশ্যপূর্ণ সম্পর্ক: Tiger : Zoology :: Mars : Astronomy।
উৎস: Merriam-Webster ও বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 3 months ago