He said that he ____ the previous day.
A
has come
B
had come
C
came
D
arrived
উত্তরের বিবরণ
✦ Direct এবং Indirect Narration সহজভাবে বুঝি:
❖ ধরো, Direct Speech এ বাক্য ছিল:
He said, “I came yesterday”.
➤ এখানে "came" হলো Past Indefinite Tense।
➤ "yesterday" সময়সূচক শব্দ।
❖ যখন এই বাক্যটিকে Indirect Speech-এ রূপান্তর করবো, তখন নিয়ম অনুযায়ী:
-
Past Indefinite → Past Perfect হয়ে যাবে।
-
yesterday → the previous day হয়ে যাবে।
✔ তাই Indirect Speech হবে:
He said that he had come the previous day.
✦ Direct ও Indirect Speech-এ Tense পরিবর্তনের সাধারণ নিয়মগুলো:
Direct Speech | Indirect Speech |
---|---|
Present Indefinite (go) | Past Indefinite (went) |
Present Continuous (is going) | Past Continuous (was going) |
Present Perfect (have gone) | Past Perfect (had gone) |
Past Indefinite (went) | Past Perfect (had gone) |
Past Continuous (was going) | Past Perfect Continuous (had been going) |
Past Perfect (had gone) | একই থাকে (had gone) |
Future Indefinite (will go) | would + verb (would go) |
✦ মনে রাখার টিপস:
-
যখন Reporting Verb (যেমন said) Past Tense-এ থাকে, তখন Reported Speech-এর Tense এক ধাপ পেছনে চলে যায়।
-
সময় ও স্থান বোঝাতে ব্যবহৃত শব্দগুলোরও পরিবর্তন হয় যেমন:
-
yesterday → the previous day
-
today → that day
-
now → then
-
tomorrow → the next day
-

0
Updated: 1 month ago
Rizvi requested Rini ____ telephone to attend the meeting.
Created: 1 month ago
A
over
B
through
C
with
D
by
Preposition ব্যবহারে এর নিয়ম
"Phone" বা "telephone" শব্দের আগে কোন preposition বসবে, তা ব্যবহারের ধরন অনুযায়ী নির্ভর করে। যদি বোঝানো হয় “ফোনের মাধ্যমে”, তখন by phone বা by telephone ব্যবহার হয়। যেমন: Rizvi requested Rini by telephone to attend the meeting. আবার, কারো সাথে ফোনে কথা বলা বোঝাতে on the phone ব্যবহার হয়।
যেমন: She is on the phone now. অন্যদিকে, over the phone বোঝায় ফোনে কথোপকথনের সময় কিছু আলোচনা হচ্ছে। যেমন: They will discuss the matter over the phone. তাই প্রশ্নে “telephone” থাকায় সঠিক preposition হবে by।
স্মরণযোগ্য উদাহরণ
-
By phone: The manager will inform us by phone.
-
Over the phone: They solved the issue over the phone.
-
On the phone: He is still on the phone.

0
Updated: 1 month ago
My friend always goes home ___ foot.
Created: 1 month ago
A
by
B
with
C
on a
D
on
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 month ago
Women are too often ______ by family commitments.
Created: 3 weeks ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 3 weeks ago