যুক্তরাষ্ট্রের সংসদের দুই কক্ষের নাম হলো- 


A

 হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডস


B

সিনেট ও হাউস অব রেপ্রেজেন্টেটিভস।


C

হাউস অব লর্ডস এবং হাউস অব সিনেট


D

হাউস অব লর্ডস এবং হাউস অব কংগ্রেস


উত্তরের বিবরণ

img

যুক্তরাষ্ট্রের সংসদ (Congress) একটি দ্বিকক্ষবিশিষ্ট (Bicameral) আইনসভা, যা দুটি কক্ষ নিয়ে গঠিত— সিনেট (Senate) এবং হাউস অব রেপ্রেজেন্টেটিভস (House of Representatives)। এই দুই কক্ষ মিলে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন, প্রশাসনিক তদারকি এবং সরকারের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করে। প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে

  • সিনেট (Senate): যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি নির্বাচিত হন, ফলে মোট ১০০ জন সিনেটর সিনেটে আসন গ্রহণ করেন। এটি রাজ্যসমূহের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে।

  • হাউস অব রেপ্রেজেন্টেটিভস (House of Representatives): এখানে সদস্যসংখ্যা নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে। মোট ৪৩৫ জন সদস্য এই কক্ষে রয়েছেন।

  • হাউস অব কমন্স (House of Commons) এবং হাউস অব লর্ডস (House of Lords) যুক্তরাজ্যের সংসদের দুটি কক্ষ, যুক্তরাষ্ট্রের নয়।

  • হাউস অব সিনেট” বা “হাউস অব কংগ্রেস” নামে কোনো কক্ষ যুক্তরাষ্ট্রে নেই; এগুলো ভুল নাম।

  • যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এই দুই কক্ষের সম্মিলিত কাঠামোই কংগ্রেস (Congress) নামে পরিচিত।

  • কংগ্রেসের প্রধান কাজ হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন এবং নির্বাহী শাখার কার্যক্রমে ভারসাম্য রক্ষা করা।

  • সিনেট মূলত রাষ্ট্রপতি মনোনয়ন অনুমোদন ও পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অন্যদিকে হাউস অব রেপ্রেজেন্টেটিভস রাজস্ব আইন ও সরকারি ব্যয় নির্ধারণে অধিক ক্ষমতাসম্পন্ন।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সংবিধান কোন্ দেশের?


Created: 8 hours ago

A

কানাডা


B

ফ্রান্স


C

জার্মানি


D

মার্কিন যুক্তরাষ্ট্র


Unfavorite

0

Updated: 8 hours ago

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-i) রাষ্ট্রপতি শাসিত সরকার; ii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা; iii) এককক্ষ বিশিষ্ট আইনসভা; উপরের কোনটি সঠিক? 


Created: 23 hours ago

A

i


B

i ও ii


C

i ও iii


D

i, ii ও iii


Unfavorite

0

Updated: 23 hours ago

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন্ খাতে সবচেয়ে বেশী বিনিয়োগ করছে?


Created: 23 hours ago

A

কৃষি


B

প্রতিরক্ষা


C

জ্বালানী ও গ্যাস


D

শিক্ষা


Unfavorite

0

Updated: 23 hours ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD