Neither Rini nor Simi ____ qualified for the job.
A
are
B
is
C
were
D
had
উত্তরের বিবরণ
✅ Sentence:
Neither Rini nor Simi is qualified for the job.
ব্যাকরণগত ব্যাখ্যা:
Neither... nor ব্যবহার করে যখন দুটি noun/pronoun যুক্ত করা হয়, তখন verb (ক্রিয়া) বসে শেষের subject অনুযায়ী।
🔸 উপরের বাক্যে শেষ subject হলো Simi, যা third person singular (তৃতীয় পুরুষ একবচন)।
তাই is ব্যবহার করা ঠিক হয়েছে।
🔸 অনেকেই এখানে had বসাতে পারে, কিন্তু তাহলে বাক্যটি ভুল হবে, কারণ এটি passive structure মনে হলেও বাস্তবে তা নয়। সঠিক structure অনুযায়ী is ব্যবহার করাই ঠিক।
সহজ নিয়ম:
১.
Neither + noun + nor + singular noun → singular verb
উদাহরণ:
✅ Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
২.
Neither + noun + nor + plural noun → plural verb
উদাহরণ:
✅ Neither Rahi nor his friends are qualified for the job.
৩.
যদি either বা neither একা ব্যবহৃত হয় (মানে or/nor ছাড়া), তাহলে সেটি singular হিসেবে ধরা হয়।
উদাহরণ:
✅ If either of you takes a vacation now, we will not be able to finish the work.

0
Updated: 1 month ago
The ministers arrived ___ a decision last night.
Created: 1 month ago
A
to
B
at
C
on
D
by
শূন্যস্থান পূরণে সঠিক প্রিপজিশন হবে - at
-
পূর্ণ বাক্য: The ministers arrived at a decision last night.
• Arrive at something
ইংরেজি অর্থ: কোনো বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে বা একমতে পৌঁছানো।
বাংলা ব্যাখ্যা: (সিদ্ধান্ত, পরিমাণ, বয়স প্রভৃতি ক্ষেত্রে) কোনো নির্দিষ্ট জায়গায় বা অবস্থা পৌঁছানো বা উপনীত হওয়া।
উদাহরণ: আমরা বিষয়টি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করেছি এবং শেষে একটি সিদ্ধান্তে উপনীত হলাম।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 month ago
Many prefer donating money ____ distributing clothes.
Created: 1 month ago
A
than
B
but
C
to
D
withont
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- প্রশ্নের বাক্যটিতে distributing clothes অপেক্ষা donating money কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - to.
Complete sentence: Many prefer donating money to distributing clothes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 1 month ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - is
বাক্য: He as well as his parents is spending vacation abroad.
ব্যাখ্যা:
“As well as” দিয়ে দুইটি বিষয় যুক্ত হলেও verb শুধুমাত্র “as well as” এর আগে থাকা subject অনুযায়ী হয়।
এই বাক্যে “He” হলো মূল subject, যা একবচন (singular)। তাই verb-ও একবচন হতে হবে।
অর্থাৎ, verb হবে “He” অনুযায়ী, তাই এখানে “is” ব্যবহার করা হবে।
বাক্য গঠন:
He (একবচন) + as well as + his parents (বহুবচন) + singular verb (is)।
অর্থাৎ, verb “He” এর মতো singular হবে।
অন্য অপশনগুলো কেন সঠিক নয়
-
are — এটি বহুবচন verb, কিন্তু “He” singular হওয়ায় এটি ব্যবহার হবে না।
-
will — এটি modal verb, কিন্তু এখানে Present Continuous (is spending) দরকার।
-
can — এটিও modal verb, এখানে সময়ের সাথে মেলেনা।

0
Updated: 1 month ago