A
will
B
shall
C
should
D
would
উত্তরের বিবরণ
• এই বাক্যটি যদি সরাসরি কথা (Direct Speech) হিসেবে বলি, তাহলে হবে —
"He said, 'I shall/will be unable to come.'"
• কারণ বাক্যটির Reporting Verb "said" (past tense) এ আছে, তাই Reported Speech-এর ক্রিয়াটিও Past Tense এ পরিবর্তন হবে।
• এখানে "will" → "would" হবে, আর "can" থাকলে → "could" হয়ে যেত।
• তাই সঠিক উত্তর হবে —
He said that he would be unable to come.

0
Updated: 5 days ago
The ministers arrived ___ a decision last night.
Created: 1 week ago
A
to
B
at
C
on
D
by
শূন্যস্থান পূরণে সঠিক প্রিপজিশন হবে - at
-
পূর্ণ বাক্য: The ministers arrived at a decision last night.
• Arrive at something
ইংরেজি অর্থ: কোনো বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে বা একমতে পৌঁছানো।
বাংলা ব্যাখ্যা: (সিদ্ধান্ত, পরিমাণ, বয়স প্রভৃতি ক্ষেত্রে) কোনো নির্দিষ্ট জায়গায় বা অবস্থা পৌঁছানো বা উপনীত হওয়া।
উদাহরণ: আমরা বিষয়টি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করেছি এবং শেষে একটি সিদ্ধান্তে উপনীত হলাম।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 week ago
Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have ______ ones.
Created: 1 day ago
A
different
B
separate
C
complete
D
lonely
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো—
ক) Different: মানে ভিন্ন বা অন্য রকম।
খ) Separate: মানে আলাদা, পৃথক, বিভক্ত।
গ) Complete: মানে সম্পূর্ণ বা শেষ হওয়া।
ঘ) Lonely: মানে একা বা নিঃসঙ্গ।
এখন বাক্যটি দেখি:
"Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones."
এই বাক্যে যদি separate শব্দটি বসানো হয়, তাহলে বাক্যের অর্থ হয়:
“দুইজন শিশুকে এক বিছানায় ঘুমাতে হয়, কিন্তু বাকি তিনজনের আলাদা বিছানা আছে।”
এখানে "আলাদা বিছানা" বোঝাতে separate শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ বাক্যে বিছানাগুলোর আলাদা হওয়া বোঝানো হয়েছে।
তাই সঠিক উত্তর: separate।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 day ago
My friend always goes home ___ foot.
Created: 1 week ago
A
by
B
with
C
on a
D
on
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 week ago