বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন সূচক উন্নীতকরণে সবচেয়ে বেশী অবদান রাখে-
A
শিল্পায়ন
B
বৈদেশিক সাহায্য
C
নগরায়ন
D
শিক্ষা ও স্বাস্থ্য
উত্তরের বিবরণ
বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন সূচক (Human Development Index, HDI) উন্নীতকরণে সবচেয়ে বেশি অবদান রাখে শিক্ষা (Education) ও স্বাস্থ্য (Health)।
-
HDI-এর প্রধান উপাদান:
-
শিক্ষা (Education): বয়স অনুযায়ী শিক্ষার স্থায়ীকাল এবং সাক্ষরতার হার।
-
স্বাস্থ্য (Health): গড় আয়ু বা জীবনকাল।
-
আয় (Income): ব্যক্তিগত বা জাতীয় আয়।
-

0
Updated: 1 day ago
P=MC ভারসাম্য শর্তটি কোন বাজারের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 1 day ago
A
মনোপলি
B
ডুয়োপলি
C
অলিগোপলি
D
পূর্ণ প্রতিযোগিতামূলক
P = MC শর্তটি Perfectly Competitive Market (সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার)-এ প্রযোজ্য।
-
Perfect Competition-এর বৈশিষ্ট্য:
-
অনেক ক্রেতা ও বিক্রেতা থাকে।
-
প্রতিটি ফার্ম Price Taker, অর্থাৎ বাজারের দাম গ্রহণ করতে হয়।
-
কোনো ফার্মের একক উৎপাদনের দাম পরিবর্তনের ক্ষমতা নেই।
-
-
লাভ সর্বাধিককরণ:
-
Profit = Total Revenue − Total Cost
-
লাভ সর্বাধিক হয় যখন MR = MC
-
Perfect Competition-এ, MR (Marginal Revenue) = Price (P)
-
-
সুতরাং, P = MC, অর্থাৎ যেকোনো একক উৎপাদন যোগ বা হ্রাস করলে ফার্মের লাভ কমে না এবং ফার্মের লাভ সর্বাধিক থাকে।

0
Updated: 1 day ago
দীর্ঘমেয়াদী একটি ফার্মের AC curve এর slope হয়-
Created: 1 day ago
A
ঊর্ধ্বগামী
B
নিম্নগামী
C
আনুভূমিক অক্ষের সমান্তরাল
D
বর্ধিত U shaped

0
Updated: 1 day ago
পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো উৎপাদনকারী ফার্ম-
Created: 1 day ago
A
Commercial farm
B
Ideal farm
C
Subsistence farm
D
Specialized farm
পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর উদ্দেশ্যে উৎপাদন করা ফার্মকে Subsistence Farm (স্বাবলম্বী কৃষি ফার্ম) বলা হয়।
-
Subsistence Farm: প্রধান লক্ষ্য হলো পরিবারের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণ করা।
-
এখানে অতিরিক্ত উৎপাদন সাধারণত বাজারে বিক্রি হয় না বা খুব সীমিত মাত্রায় বিক্রি হয়।
-
Specialized Farm: নির্দিষ্ট পণ্য উৎপাদন করে, বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য।
-
Commercial Farm: লাভের জন্য বড় পরিসরে উৎপাদন করা হয়।
-
Ideal Farm: তত্ত্বগত ধারণা, যা সাধারণ বাস্তব ফার্মের প্রতিফলন নয়।

0
Updated: 1 day ago