They travelled to Savar __________.
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 1 month ago
Rubber is notable for its-
Created: 1 month ago
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
'David Copperfield' is a/an ___ novel.
Created: 3 weeks ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
David Copperfield (Charles Dickens রচিত উপন্যাস)
-
David Copperfield ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens-এর লেখা একটি উপন্যাস। তাই একে ভিক্টোরিয়ান উপন্যাস হিসেবে ধরা হয়।
-
উপন্যাসটির পূর্ণ নাম The Personal History of David Copperfield। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৫০ সালে বই আকারে বের হয়।
-
Dickens নিজে মনে করতেন, এটি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাই তিনি উপন্যাসটিকে আখ্যা দিয়েছিলেন তাঁর “favorite child.”
-
কাহিনীর অনেক অংশই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। অর্থাৎ, এটি একটি semi-autobiographical (আত্মজীবনীমূলক) উপন্যাস। গল্পের সময়কাল রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের সময়কে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ
-
David Copperfield
-
Uriah Heep
-
Peggotty
-
James Steerforth
-
Wilkins Micawber
-
Edward Murdstone
-
Aunt Betsey Trotwood
-
Dora Spenlow প্রমুখ
লেখক Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
-
মৃত্যু: ৯ জুন ১৮৭০
-
ছদ্মনাম: “Boz”
-
ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times ইত্যাদি
তথ্যসূত্র: Encyclopaedia Britannica এবং Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
Every driver must be held _________ his own actions.
Created: 1 month ago
A
responsible for
B
responsible to
C
liable to
D
blamed for
• শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে - responsible for।
-
পূর্ণ বাক্য: Every driver must be held responsible for his own actions.
-
বাংলা অনুবাদ: প্রত্যেক চালককে তার নিজের কাজের জন্য দায়ী করা উচিত।
• Responsible for:
-
বাংলা অর্থ: কোনো কাজ বা ঘটনার জন্য দায়বদ্ধ।
-
সাধারণত “responsible” শব্দটির পর for বসে, যখন কাউকে কোনো নির্দিষ্ট কাজ, ঘটনা বা ফলাফলের জন্য দায়ী করা হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে responsible for ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণ বা কার্যকলাপের দায়ভার বোঝাতে।
অন্যদিকে,
Responsible to শব্দটি ব্যবহৃত হয় কাউকে নির্দেশ বা কর্তৃত্বের অধীনে দায়বদ্ধতা বোঝাতে।
-
Responsible to এর বাংলা অর্থ: কোনো ব্যক্তির প্রতি দায়বদ্ধ বা জবাবদিহিতার অধীনে থাকা।
তথ্যসূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago