Neither Rini nor Simi ____ qualified for the job.
A
are
B
is
C
were
D
had
উত্তরের বিবরণ
✅ Sentence:
Neither Rini nor Simi is qualified for the job.
ব্যাকরণগত ব্যাখ্যা:
Neither... nor ব্যবহার করে যখন দুটি noun/pronoun যুক্ত করা হয়, তখন verb (ক্রিয়া) বসে শেষের subject অনুযায়ী।
🔸 উপরের বাক্যে শেষ subject হলো Simi, যা third person singular (তৃতীয় পুরুষ একবচন)।
তাই is ব্যবহার করা ঠিক হয়েছে।
🔸 অনেকেই এখানে had বসাতে পারে, কিন্তু তাহলে বাক্যটি ভুল হবে, কারণ এটি passive structure মনে হলেও বাস্তবে তা নয়। সঠিক structure অনুযায়ী is ব্যবহার করাই ঠিক।
সহজ নিয়ম:
১.
Neither + noun + nor + singular noun → singular verb
উদাহরণ:
✅ Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
২.
Neither + noun + nor + plural noun → plural verb
উদাহরণ:
✅ Neither Rahi nor his friends are qualified for the job.
৩.
যদি either বা neither একা ব্যবহৃত হয় (মানে or/nor ছাড়া), তাহলে সেটি singular হিসেবে ধরা হয়।
উদাহরণ:
✅ If either of you takes a vacation now, we will not be able to finish the work.
0
Updated: 3 months ago
Rubber is notable for its-
Created: 3 months ago
A
lightness
B
heaviness
C
elasticity
D
viscosity
• Rubber বিশেষভাবে পরিচিত তার – ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) বা প্রসারণশীলতার জন্য।
• Rubber (রাবার): [noun]
ইংরেজিতে অর্থ: একটি প্রসারণশীল পদার্থ, যা নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় গাছের রস থেকে বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়।
• প্রশ্নে উল্লিখিত অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
– Heaviness: ভার বা ওজনের অনুভূতি।
– Lightness: হালকাভাব বা লঘুতা।
– Brightness: উজ্জ্বলতা বা দীপ্তি।
• উপরোক্ত শব্দগুলোর মানে বিচার করলে বোঝা যায়, এদের কোনোটিই rubber এর স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না।
তাই সঠিক উত্তর হবে – Elasticity (স্থিতিস্থাপকতা)।
তথ্যসূত্র: Cambridge Dictionary
0
Updated: 3 months ago
Put the appropriate preposition for the sentence below : Some writers sink ____ oblivion in course of time.
Created: 2 months ago
A
on
B
from
C
under
D
into
Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।
Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.
0
Updated: 2 months ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 3 months ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।
0
Updated: 3 months ago