I shall not ____ the examination this year.
A
give
B
appear at
C
sit
D
go for
উত্তরের বিবরণ
● শূন্যস্থানে সঠিক হবে - appear at
পূর্ণ বাক্য: I shall not appear at the examination this year.
এই বাক্যে “appear at” মানে হলো পরীক্ষায় অংশগ্রহণ করা।
→ appear at এর অর্থ:
ইংরেজিতে: To be present at an event (যেমন - পরীক্ষা)
বাংলায়: পরীক্ষায় অংশগ্রহণ করা
বিকল্প শব্দ বিশ্লেষণ:
ক) give:
এটি “পরীক্ষা দেওয়া” বোঝাতে ব্যবহৃত হয়, তবে এই বাক্যে “not” থাকায় অর্থ বদলে যায় এবং “give” ব্যবহার উপযুক্ত হয় না।
খ) sit:
“Sit for” পরীক্ষার ক্ষেত্রে কখনও কখনও ব্যবহৃত হয়, কিন্তু “appear at” শব্দটি বেশি আনুষ্ঠানিক ও প্রচলিত।
গ) go for:
এটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বোঝায়, কিন্তু সরাসরি পরীক্ষায় বসা বোঝায় না।
সিদ্ধান্ত:
"I shall not appear at the examination this year" বাক্যটি বোঝায়, আমি এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটি ব্যাকরণ ও অর্থের দিক থেকে সঠিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
What are you so angry___?
Created: 1 month ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago
First language means the ___ language.
Created: 1 month ago
A
important
B
main
C
natural
D
official
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.

0
Updated: 1 month ago
An extra message added at the end of a letter after it is signed is called _____ .
Created: 1 week ago
A
corrigendum
B
postscript
C
NB
D
RSVP
Postscript is an extra message added at the end of a letter after it is singed.
চিঠিতে স্বাক্ষরের পর যুক্ত অত্তিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় - Postscript.
- একে সংক্ষিপ্ত ভাবে - PS বলে।
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- যার বাংলা অর্থ- পুনশ্চ, পত্রের পুনশ্চ লিখন।
• অন্যদিকে,
• Corrigendum (noun)
English Meaning: A thing to be corrected, typically an error in a printed book.
Bangla Meaning: সংশোধনীয় বিষয়।
• NB এর পূর্ণরূপ হলো Nota Bene.
- Nota Bene (Latin phrase)
- English Meaning: used to call attention to something important.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয়।
• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.
• Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond / please reply.
- It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago