A
strong
B
acute
C
serious
D
bad
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 5 days ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 4 days ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - is
বাক্য: He as well as his parents is spending vacation abroad.
ব্যাখ্যা:
“As well as” দিয়ে দুইটি বিষয় যুক্ত হলেও verb শুধুমাত্র “as well as” এর আগে থাকা subject অনুযায়ী হয়।
এই বাক্যে “He” হলো মূল subject, যা একবচন (singular)। তাই verb-ও একবচন হতে হবে।
অর্থাৎ, verb হবে “He” অনুযায়ী, তাই এখানে “is” ব্যবহার করা হবে।
বাক্য গঠন:
He (একবচন) + as well as + his parents (বহুবচন) + singular verb (is)।
অর্থাৎ, verb “He” এর মতো singular হবে।
অন্য অপশনগুলো কেন সঠিক নয়
-
are — এটি বহুবচন verb, কিন্তু “He” singular হওয়ায় এটি ব্যবহার হবে না।
-
will — এটি modal verb, কিন্তু এখানে Present Continuous (is spending) দরকার।
-
can — এটিও modal verb, এখানে সময়ের সাথে মেলেনা।

0
Updated: 4 days ago
What will be the correct preposition to complete the sentence? 'I am not good _________ translation'.
Created: 1 week ago
A
in
B
about
C
with
D
at
• শূন্যস্থান পূরণের সঠিক প্রিপজিশন হলো at।
-
সম্পূর্ণ বাক্য: "I am not good at translation."
• Good at – এর অর্থ: কোনো নির্দিষ্ট কাজে দক্ষ বা পারদর্শী হওয়া।
-
যখন কারো দক্ষতা বা অদক্ষতা প্রকাশ করতে চাই, তখন সাধারণত at প্রিপজিশন ব্যবহার করা হয়।
-
যেমন: good at, bad at ইত্যাদি।
• উদাহরণস্বরূপ:
-
He is good/bad at cricket. [মানে, তিনি ভালো/খারাপ খেলোয়াড়]
-
I am not bad at tennis.
-
He is really good at chess.

0
Updated: 1 week ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 day ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 day ago