He said that he ____ be unable to come.
A
will
B
shall
C
should
D
would
উত্তরের বিবরণ
• এই বাক্যটি যদি সরাসরি কথা (Direct Speech) হিসেবে বলি, তাহলে হবে —
"He said, 'I shall/will be unable to come.'"
• কারণ বাক্যটির Reporting Verb "said" (past tense) এ আছে, তাই Reported Speech-এর ক্রিয়াটিও Past Tense এ পরিবর্তন হবে।
• এখানে "will" → "would" হবে, আর "can" থাকলে → "could" হয়ে যেত।
• তাই সঠিক উত্তর হবে —
He said that he would be unable to come.
0
Updated: 3 months ago
They travelled to Savar __________.
Created: 3 months ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)
0
Updated: 3 months ago
Hasan has read most of the ____ of Shakespeare.
Created: 1 month ago
A
poem
B
play
C
drama
D
works
‘Most of’ ব্যবহারের পর যে Noun বা Pronoun আসে তা সাধারণত plural হয়। এখানে শুধুমাত্র ‘works’ কে plurarl ধরা হয়েছে, বাকী শব্দগুলো singular। তাই শূন্যস্থানে সঠিক শব্দ হলো works।
-
Cambridge Dictionary অনুযায়ী ‘Most’ ব্যবহার করার উদাহরণ:
-
Most of the information was useful.
-
He’d made most of the desserts himself.
-
-
এগুলো থেকে বোঝা যায়, ‘most of the’ এর পরে uncountable noun অথবা plural noun আসে।
-
প্রশ্নে উল্লেখিত ‘poem’, ‘play’, ‘drama’ সবগুলো singular noun।
-
শেক্সপিয়ারের সমস্ত কাজ বোঝাতে শূন্যস্থানে plural শব্দ works ব্যবহার করা হবে।
Complete sentence: Hasan has read most of the works of Shakespeare.
0
Updated: 1 month ago
Identify the right tense: 'My father _____ before I came'.
Created: 1 month ago
A
would be leaving
B
had been leaving
C
had left
D
will leave
before ব্যবহার হলে বাক্যের দুইটি অংশের সময়ের সম্পর্ক নির্ধারিত হয়। মূল ধারণাটি হলো: যদি before এর পরের অংশ Past Indefinite Tense-এ থাকে, তবে before এর আগের অংশ Past Perfect Tense-এ হবে।
-
নিয়ম: before + Past Indefinite → আগের অংশ Past Perfect
-
প্রয়োগ: পরের অংশে Past Indefinite আছে
-
উপসংহার: আগের অংশে Past Perfect ব্যবহার করা হবে
সঠিক উত্তর হলো (গ) had left।
0
Updated: 1 month ago