He had a _____ headache.
A
strong
B
acute
C
serious
D
bad
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Created: 2 months ago
A
show surprise or disapproval
B
show agreement
C
show happiness
D
show indifference
অভিব্যক্তি: Raise your eyebrows
ইংরেজি অর্থ: চোখের ভ্রু উঁচু করে অবাক হওয়া প্রকাশ করা।
বাংলা অর্থ: বিস্ময় প্রকাশ করা বা চোখ কপালে ওঠা।
অপশনসমূহ:
-
Show agreement: সম্মতি প্রকাশ করা।
-
Show happiness: আনন্দ প্রকাশ করা।
-
Show indifference: উদাসীনতা প্রদর্শন করা।
-
Show surprise or disapproval: বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা।
অপশনগুলো যাচাই করলে বোঝা যায়, এখানে সঠিক অর্থ হবে — বিস্ময় বা অসম্মতি প্রকাশ করা (Show surprise or disapproval)।

0
Updated: 2 months ago
Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
Created: 1 month ago
A
consented
B
agreed
C
accepted
D
granted
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 1 month ago
Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, ‘That’s a lie!’
Created: 1 week ago
A
off
B
in
C
down
D
into
As she was talking, he suddenly broke ___, saying, ‘That’s a lie!’
সঠিক উত্তর: in
Break in – কথার মধ্যে হঠাৎ বাধা দিয়ে বলার অর্থ। উদাহরণ: কেউ কথা বলার সময় হঠাৎ বলা, “That’s a lie!”
-
Break-in – কোন বাড়িতে জোরপূর্বক প্রবেশ।
-
Break off – কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া।
-
Break down – মানসিকভাবে বা যন্ত্রপাতি ভেঙ্গে পড়া।
-
Break into – জোরপূর্বক প্রবেশ করা বা কোন ক্রিয়ায় হঠাৎ ঢুকে পড়া।
উৎস: Accessible Dictionary, Bangla Academy, Collins English Dictionary

0
Updated: 1 week ago