বাংলাদেশে সবচেয়ে বেশী বিদ্যুৎ উৎপাদনকারী উৎস-
A
কয়লা
B
গ্যাস
C
সৌরশক্তি
D
জলবিদ্যুৎ
উত্তরের বিবরণ
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হলো প্রাকৃতিক গ্যাস (Natural Gas)।
-
প্রাকৃতিক গ্যাস: প্রায় ৫০–৫৫% বিদ্যুৎ উৎপাদন।
-
কয়লা (Coal): কিছু নবায়নযোগ্য প্রকল্পে ব্যবহৃত হয়।
-
জলবিদ্যুৎ (Hydropower) ও নবায়নযোগ্য শক্তি: সীমিত অংশে বিদ্যুৎ উৎপাদন।
-
তেল ও ডিজেল: মূলত অনির্দিষ্ট ও জরুরি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
কারণ:
-
প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান অভ্যন্তরীণ শক্তি উৎস।
-
দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশই গ্যাস-ভিত্তিক।

0
Updated: 1 day ago